১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআসন্ন মুস্তাক আলি ট্রফির জন্য মঙ্গলবার সিএবি-র তরফ থেকে ২২ জনের দল ঘোষণা করা হয়েছে। সদ্যসমাপ্ত বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের পারফরম্যান্সের নিরিখেই এই ২২ জনের নাম ঘোষণা করা হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।
ঘোষিত দলঃ
অভিমন্যু ঈশ্বরন, মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, শ্রীবৎস গোস্বামী, ঈশান পোড়েল, কাজী জুনেদ সৈফি, ঋত্বিক চৌধুরী, বিবেক সিং, শাহবাজ আহমেদ, অর্ণব নন্দী, মুকেশ কুমার, আকাশ দীপ, রবিকান্ত সিং, অভিষেক দাস, মহম্মদ কাইফ, অরিত্র চট্টোপাধ্যায়, শুভঙ্কর বল, ঋত্বিক চট্টোপাধ্যায়, প্রয়াস রায় বর্মন, সুজিত যাদব ও কাইফ আহমেদ।
উল্লেখ্য, বাংলার টি-২০ রেকর্ড রঞ্জি বা বিজয় হাজারের তুলনায় ভালো। যদিও দশ বছর আগে একবারই মাত্র মুস্তাক আলি ট্রফি জিতেছে বাংলা। কিন্তু এযাবৎ খেলা ৮১ টি ম্যাচের মধ্যে ৫৩ টি ম্যাচে জয় লাভ করেছে তারা। হার ২৭ টি ম্যাচে। একটি খেলার নিষ্পত্তি হয়নি।
প্রসঙ্গত, ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুস্তাক আলি ট্রফি। ফাইনাল ৩১ জানুয়ারি। এবার করোনা পরিস্থিতির জেরে স্বাভাবিকের তুলনায় বেশি সংখ্যক ক্রিকেটার রাখা হচ্ছে দলে।