• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

রোহিত-পন্থ সহ পাঁচ ক্রিকেটার আইসোলেশনে

বিপাকে টিম ইন্ডিয়া

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বিতর্ক দিয়ে বছর শুরু করলেন রোহিত শর্মা, ঋষভ পন্থরা। নতুন বছর রেস্তোরাঁয় গিয়ে খাওয়া-দাওয়া করে বিপদ ডেকে আনলেন ভারতীয় দলের পাঁচ ক্রিকেটার। ইংরেজি নববর্ষ উদযাপন করতে বাইরের এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমন গিল, পৃথ্বী শ এবং নবদীপ সাইনি। আর এতেই কোভিডের নিয়মভঙ্গের দায়ে জড়িয়ে পড়েছেন পাঁচ ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দুই টেস্টে ছিলেন না রোহিত। চোট সারিয়ে ক্যাঙারুদের দেশে উড়ে গেলেও, কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল তাঁকে। বছরের শেষ দিন অনুশীলন শুরু করেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান। তাঁকে রেখেই তৃতীয় টেস্টে অজি বধের ছক কষছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই অবস্থায় ফের রোহিত সহ পাঁচ ক্রিকেটারকে ফের আসোলেশনে পাঠিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
সম্প্রতি টুইটারে এক ভিডিওতে দেখা যায়, মেলবোর্নের এক রেস্তোরাঁয় এই পাঁচজন একসঙ্গে খেতে গিয়েছিলেন। সেখানে তাদের খাওয়ার বিল মেটান এক ভারতীয় সমর্থক। রোহিতরা একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও নভালদীপ সিং নামক সেই সমর্থক অর্থ নিতে অস্বীকার করেন। পন্থ তাঁকে বলেছিলেন, পয়সা না নিলে তাঁরা ছবি তুলবেন না সেই সমর্থকের সঙ্গে। তবুও তিনি খাবারের দাম নিতে চাননি। তখন নাকি পন্থ তাঁকে জড়িয়ে ধরেছিলেন। পরে ছবিও তোলেন। এরপর অবশ্য নাভালদীপ আরও একটি টুইট করেন জানান, পন্থ তাঁকে জড়িয়ে ধরেননি। তাঁরা সামাজিক দূরত্ববিধি বজায় রেখেছিলেন। আবেগের বশে তিনি পন্থের জড়িয়ে ধরার বিষয়টি লিখেছিলেন।
বিষয়টি নজরে আসার পরই নড়েচড়ে বসে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিএএ’র পক্ষ থেকে এক বিবৃতি জানানো হয়েছে, দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতেই এহেন সিদ্ধান্ত নিয়েছে তারা। আপাতত আইসোলেশনে কাটাতে হবে পাঁচ ক্রিকেটারকে। এই সময় রোহিত-পন্থরা অনুশীলন করতে পারবেন। কিন্তু দলের অন্য ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের কাছাকাছি যেতে পারবেন না। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবশ্য এখনও কিছু জানানো হয়নি সিএএ’র তরফে। সূত্রের খবর, এই পাঁচ ক্রিকেটারের কোভিড টেস্ট করা হবে। যদি কারও পজিটিভ আসে, তাহলে তাঁকে খেলানো যাবে না ৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হওয়া তৃতীয় টেস্টে। এমনকি, একাধিক ক্রিকেটারের পজিটিভ হলে ফের তৃতীয় টেস্ট বাতিলের সম্ভাবনা রয়েছে বলেও জানা যাচ্ছে।
এদিকে, অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার এদিন পরিষ্কার জানিয়ে দিলেন, একশো শতাংশ ফিট না হলেও ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে মরিয়া তিনি। নেটে রীতিমতো গা ঘামাচ্ছেন ওয়ার্নার।

     

বিজ্ঞাপন

Goto Top