ক্রিকেট থেকে কিছুদিন নিজেকে বাইরে রাখতে চান দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআসন্ন আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার ডেল স্টেইন। টুইট করে তিনি জানান, ক্রিকেট থেকে কিছুদিন নিজেকে বাইরে রাখতে চান। তা এমন সিদ্ধান্ত। প্রোটিয়া পেসারের টুইট, ‘একটি ছোট বার্তার মাধ্যমে সবাইকে জানাতে চাই, এই বছর আইপিএলে আমি থাকছি না। এমনকি অন্য কোনও দলের হয়ে খেলার পরিকল্পনা করছি না। আমি ক্রিকেট থেকে কিছুটা আলাদা থাকতে চাই। এই ব্যাপারটা বোঝার জন্য আরসিবিকে ধন্যবাদ। তবে এমনটা নয় যে আমি অবসর নিয়ে নেব। এই মুহূর্তে অবসর নিচ্ছি না।’
তবে এরপর অপর একটি টুইটে স্টেইন জানান, তিনি অন্য লিগে খেলবেন। তিনি লেখেন, ‘আমি অন্য লিগগুলোতে খেলব। আশা করছি, ২০২১ সালটা দুর্দান্ত কাটবে।’