• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

মরণ-বাঁচন ম্যাচে টিম কম্বিনেশন নিয়ে ধাঁধা

মহম্মদ নবিকে খেলানোর চিন্তাভাবনা নাইট শিবিরের অন্দরমহলে

সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারলেই প্লে-অফে ওঠার লড়াই কার্যত শেষ। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতিতে জয়ের রাস্তা খুঁজছে কলকাতা নাইট রাইডার্স। গত পাঁচ ম্যাচে যারা জয়ের মুখ দেখেনি।

রাজস্থানের বিরুদ্ধে গত ম্যাচে ২১৭ রান হজম করেছিল নাইটদের বোলিং আক্রমণ। কিন্তু ব্যাটিং বিভাগও পাল্টা লড়াই করেছিল৷ হারলেও বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছিল শ্রেয়স আইয়ারদের নাছোড় মনোভাব।

সেই ম্যাচে উমেশ যাদবদের বোলিংকে যিনি ফালাফালা করে দিয়েছিলেন সেই জস বাটলার এই ম্যাচেও নাইটদের জয়ের পথে সবচেয়ে বড় কাঁটা। চলতি আইপিএলে প্রতিদ্বন্দ্বীদের কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছেন ব্রিটিশ কিপিং অলরাউন্ডার। তাঁকে আটকানোর ছক কষতে রীতিমতো কালঘাম ছুটছে ব্রেন্ডন ম্যাকালামদের।

নাইট শিবিরের অন্দরমহলে সুনীল নারাইনকে দিয়ে ব্যাটিং এবং বোলিং দুই-ই ওপেন করানোর চিন্তাভাবনা চলছে। যাতে শুরুতেই যুজবেন্দ্র চাহল এবং রবিচন্দ্রন অশ্বিনের স্পিনের জোড়া ফলা অকেজো করে দেওয়া যায়। 

চিন্তাভাবনা চলছে মহম্মদ নবিকে খেলানোরও। আফগান অলরাউন্ডার মিডল ওভারে ছোট টার্নের অফস্পিনে কার্যকরী হয়ে উঠতে পারেন। পাশাপাশি, ব্যাট হাতেও মিডল অর্ডারকে ভরসা যোগাতে পারেন। কিন্তু নবি খেললে বসবেন কে? বিদেশিদের স্লটে অ্যারন ফিঞ্চ, আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইন অটোম্যাটিক চয়েস। টিম সাউদির জায়গাও মোটামুটি পাকা। ফলে টিম কম্বিনেশন নিয়ে ধাঁধা থেকেই যাচ্ছে।

     

বিজ্ঞাপন

Goto Top