৭০ বছরে প্রথমবার রঞ্জি জয়ের মুখে মধ্যপ্রদেশ; শতরানের দিকে এগোচ্ছেন রজত পতিদারও
সুমিত গঙ্গোপাধ্যায়
রঞ্জি ট্রফির ফাইনালের তৃতীয় দিনের শেষে মধ্যপ্রদেশ ৩ উইকেটে ৩৬৮ রান তুলেছে। গতকালের এক উইকেটে ১২৩ থেকে খেলতে শুরু করে আজ আরও ১৪৬ রান যোগ করেন শুভম শর্মা (১১৬) ও যশ দুবে (১৩৩)। শুভম আউট হওয়ার পর রজত পতিদার নেমেই মারতে শুরু করেন। তৃতীয় উইকেটে ৭২ রান যোগ করেন রজত ও যশ। তৃতীয় দিনের শেষে অধিনায়ক আদিত্য শ্রীবাস্তব (১১ ব্যাটিং) ও রজত পতিদার (৬৭ ব্যাটিং) ক্রিজে আছেন। রজত ধীরে ধীরে ইনিংসের তৃতীয় শতরানের দিকে এগোচ্ছেন।
সারাদিন চেষ্টা করেও কোনোভাবেই দু'টির বেশি উইকেটে ফেলতে পারেনি মুম্বইয়ের বোলাররা। পিচে কোন টার্ন বা মুভমেন্ট নেই, তার ওপরে মুম্বই দিনের শুরুতেই একটা ক্যাচ ফেলে, আবার একটা আউট নো বলের জন্য বাতিল হয়।
ম্যাচ মুম্বাইয়ের হাতের বাইরে চলে গিয়েছে। প্রথম ইনিংসে লিড নিতে মধ্যপ্রদেশের দরকার আর মাত্র সাত রান। ৭০ বছর আগে হোলকারের বাংলাকে হারিয়ে রঞ্জি জেতার পর এই প্রথম মধ্য প্রদেশ রঞ্জি জয়ের মুখে।