• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

সেকেন্ড বয়দের বিরুদ্ধে ব্যাকফুটে নাইটরা

ওপেনিং জুটি নিয়ে মাথাব্যথা থেকেই যাচ্ছে

স্পোর্টিওয়ার্ল্ড নিউজ ডেস্ক

টানা পাঁচ ম্যাচে হারের পর অবশেষে জয়ের সরণিতে ফিরেছে দল। কিন্তু সার্বিক পরিস্থিতি হুবহু গত আইপিএলের মতো। হয় বাকি সমস্ত ম্যাচ জেতো, নাহলে এবারের মতো প্রতিযোগিতা থেকে ছুটি। এই পরিস্থিতিতেই শনিবার শনিবারওয়াড়ার শহরে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। একদিকে কলকাতার ঘরের কোম্পানি গোয়েঙ্কাদের দল, অন্যদিকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে ওঠা কিং খানের ব্রিগেড।

নিখাদ ক্রিকেটীয় দিক থেকে বিচার করলে নিঃসন্দেহে নাইটদের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে কে এল রাহুলের দল। পয়েন্ট টেবলে লখনউ রয়েছে দ্বিতীয় স্থানে। আর শ্রেয়সরা আট নম্বরে। আর সেটা যে নেহাত ফ্লুক নয় রাহুলদের পারফরম্যান্সই তার প্রমাণ। অধিনায়কের কথাই ধরা যাক। চলতি আইপিএলে দু’টি শতরান বেরিয়েছে তাঁর ব্যাট থেকে। ওপেনিং-এ তাঁর সঙ্গী কুইন্টন ডি ককও রানের মধ্যে রয়েছে। মিডল অর্ডারে দলের বড় ভরসা দীপক হুডা। আর এঁরা তিনজনেই স্পিনের মোকাবিলা করতে রীতিমতো সিদ্ধহস্ত। ফলে সুনীল নারাইনকে শুরুতেই আক্রমণে নিয়ে আসার ছক কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ থাকছে। ফলে বাড়তি দায়িত্ব বর্তাচ্ছে নাইট শিবিরের নতুন আবিষ্কার অনুকূল রায়ের উপর। মিডল ওভারে মার্কাস স্টয়নিস, ক্রুনাল পাণ্ড্য, আয়ুষ বাদোনি, জেসন হোল্ডারদের আটকানোর ভার থাকবে উমেশ যাদব, টিম সাউদির কাঁধে।

তবে শ্রেয়সদের সবচেয়ে বড় মাথাব্যথা ওপেনিং জুটি। চলতি আইপিএলে পাঁচ ওপেনিং জুটি খেলিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন ব্রেন্ডন ম্যাকালামরা। কিন্তু ওপেনিং জুটির গড় ১৫-ও পেরোয়নি। সবমিলিয়ে সেকেন্ড বয়দের বিরুদ্ধে ব্যাকফুটে থেকেই পুনের ২২ গজে নামছে নাইটরা।

     

বিজ্ঞাপন

Goto Top