ইংল্যান্ড সফর নিয়ে।
প্রায় তিন বছর পরে ইংল্যান্ড সফরে যাবে ভারত। সিরিজে এগিয়ে ছিল কোহলির টিম। যদিও একটি ম্যাচ বছরখানেক পর হয়। ভারতের কোচিং টিম, নেতৃত্বেও বদল। শেষ অবধি সিরিজ ড্র হয়েছিল। এবারও পাঁচ ম্যাচের সিরিজ খেলতে যাবে ভারত। তার আগেই জোড়া ধাক্কা ভারতীয় শিবিরে। টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এবার ভারতীয় দলে তাঁদের জায়গা কে নেবেন তা নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। নিজেদের মতামত দিচ্ছেন বিশেষজ্ঞরা। এরই মাঝে এবার ভারতের ইংল্যান্ড সফর নিয়ে মুখ খুললেন ইংল্য়ান্ডের প্রাক্তন ক্রিকেটার জেমস অ্যান্ডারসন। ভারতকে সহজ প্রতিপক্ষ না ভাবার পরামর্শ তাঁর। ঠিক কী বললেন তিনি?
ভারতের ইংল্যান্ড সফরের ইতিহাস বিশেষ ভালো নয়। গুটিকয়েক ব্যক্তিগত পারফরম্যান্স ছাড়া টিম হিসাবে বিশেষ ভালো ফল করতে পারেনি ভারত। ইংল্যান্ড সফর দিয়েই শুরু হতে চলেছে ভারতের পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব। তার আগেই ইংল্যান্ডকে সতর্ক করে দিলেন জেমস অ্যান্ডারসন। তিনি বলেছেন, ‘আমার কেরিয়ারের দিকে তাকালে, আমার মনে হয় অ্যাসেজের ১৮ মাস আগেই ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়রা সেই দিকে তাকিয়ে থাকে। সেই দিকে তাকিয়ে সামনে কী আসছে তা ভুলে যায়। ঘরের মাঠে হলেও ভারত একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। ওরা কঠিন প্রতিপক্ষ।’
একটি পডকাস্টে আসন্ন সিরিজে বেন স্টোকসের ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে দাবি জিমির। যা ইংল্যান্ডকে বাড়তি শক্তি দেবে। অ্যান্ডারসন ইংল্যান্ডের পেস আক্রমণ সম্পর্কেও কথা বলেছেন। তিনি বলেছেন যে ভারতের বিপক্ষে ঠিক থাকলেও অ্যাসেজের জন্য তাদের দলে অন্তত পাঁচ বা ছয়জন পেসার থাকা উচিত। তাঁর দাবি, তাদের দলে এমন খেলোয়াড় রয়েছেন যারা ভারতের বিপক্ষে শূন্যস্থান পূরণ করতে পারে, তবে অ্যাসেজের জন্য একটি পূর্ণ-শক্তির পেস আক্রমণ প্রয়োজন। তিনি বলেছেন, ‘ভারতের বিপক্ষে ঠিক আছে, কিন্তু অস্ট্রেলিয়ার জন্য অনেক ফাস্ট বোলারের প্রয়োজন হবে।’