৭০ রানে পিছিয়ে ভারতীয় দল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডমিনিকায় প্রথম টেস্টে নেমে অশ্বিন আরও একবার বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেট তুলে নিলেন। পাশাপাশি রবীন্দ্র জাদেজা নিলেন ৩ উইকেট। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ৮০ রান তুলেছে ভারতীয় দল। যশস্বী ৪০ ও রোহিত ৩০ রানে ব্যাট করছেন। এখনও ৭০ রানে পিছিয়ে রয়েছেন রোহিতরা।
এদিন তৃতীয় ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের গণ্ডি পেরিয়েছেন। চন্দ্রপলকে আউট করার পরই অধিনায়ক ব্রেথওয়েটকেও ফেরান তিনি। সেটাই তাঁর কেরিয়ারের ৭০০ তম উইকেট। আপাতত অশ্বিন দাঁড়িয়ে ৭০২ উইকেটে।