ম্যাচ জিততে আত্মবিশ্বাসী কোচ জুয়ান ফেরান্দো।
গত সপ্তাহে কলকাতা ডার্বি জয়ের পরে আজ আর একটি বড় পরীক্ষার সামনে এটিকে মোহনবাগান, যার প্রশ্নপত্রের বিষয় মুম্বই সিটি এফসি। আইএসএলের গ্রহে ঢোকার পর থেকে যে পরীক্ষায় কখনও পাস করতে পারেনি সবুজ-মেরুন শিবির, আজ মুম্বই ফুটবল এরিনায় ফের সেই পরীক্ষায় বসতে হচ্ছে তাদের। দুই দলই সদ্য কঠিন বাধা টপকে এসেছে। ফলে লড়াইটা হয়তো হাড্ডাহাড্ডি হবে। কিন্তু কলকাতার দল জয়ের খরা কাটাতে পারবে কি না, এটাই সবচেয়ে বড় প্রশ্ন।
এর আগে যতবার মুম্বইয়ের মুখোমুখি হয়েছে, ততবারই ব্যর্থ হয়ে মাঠ ছাড়তে হয়েছে সবুজ-মেরুন বাহিনীকে। এমনকী গতবার ১-৫ গোলেও হারতে হয় তাদের। সেই চারবারই সবুজ-মেরুন বাহিনীর দায়িত্বে ছিলেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। সে দায়িত্ব বর্তমান কোচ হুয়ান ফেরান্দো নেওয়ার পরে মুম্বইয়ের বিরুদ্ধে দলকে অন্তত হারতে হয়নি। গত মরশুমে হিরো আইএসএলের দ্বিতীয় লেগে এবং এ মরশুমে ডুরান্ড কাপে দু’বারই ১-১ ড্র হয়েছে। তাই রবিবারের দ্বৈরথে তাদের জন্য জয় অপেক্ষা করে আছে কি না, সেটাই দেখার।
আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল ডার্বির রেশ। গত মরশুমে ডার্বিতে দাপুটে জয়ের পরই মুম্বইয়ের কাছে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছিল এটিকে মোহনবাগান। তার পরে আরও টানা তিনটি ম্যাচে জয়ের মুখ দেখতে পায়নি তারা। বরাবরই ডার্বির পরের ম্যাচ ভাল যায় না কলকাতার দুই প্রধানের। এমন একটা প্রবাদ যুগযুগ ধরে চলে আসছে কলকাতার ফুটবলে। সেই প্রথার অবসান এ মরশুমেও ঘটাতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। এ বার এটিকে মোহনবাগানের পরীক্ষা।