• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

চোট সারিয়ে ফিরছেন আবেশ

 হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামতে পারেন তিনি।

বোলিং ভুগিয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। ২০৯ রান করেও আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে তারা। তবে তার মাঝেই ভালো খবর দলে। চোট সারিয়ে ফিরতে চলেছেন পৌনে ১০ কোটি টাকার পেসার।
চোটের কারণে জানুয়ারি মাসের পর থেকে আর খেলতে পারেননি আবেশ খান। রঞ্জির পর আইপিএলেও মরসুমের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। ফলে বোলিং দুর্বল হয়েছে লখনউয়ের। জানা গিয়েছে, এখন সম্পূর্ণ সুস্থ আবেশ। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সবুজ সংকেত পেয়েছেন তিনি। বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লখনউ। সেই ম্যাচে মাঠে নামতে পারেন আবেশ।
দিল্লির বিরুদ্ধে লখনউ যে দল খেলিয়েছে তাতে দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদবের মতো অনামী বোলারদের খেলাতে হয়েছে। তার ফলে দলের সমস্যা হয়েছে। দিগ্বেশ ভালো বল করলেও প্রিন্স চার ওভারে ৪৭ রান দিয়েছেন। আবেশ ফিরলে প্রিন্সের বদলে তাঁর খেলার সম্ভাবনা। লখনউ দলে শার্দূল ঠাকুর রয়েছেন। শার্দূল ও আবেশের জুটি ভরসা জোগাবে ঋষভ পন্থকে।
লখনউয়ের পেসার মহসিন খান চোটের কারণে এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছেন। আর এক পেসার মায়াঙ্ক যাদবও চোটে রয়েছেন। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। তাঁরও ফিরতে কয়েক দিন লাগবে। এই চোটের সমস্যা ভোগাতে পারে দলকে। তার মাঝে আবেশের ফেরার খবর কিছুটা হলেও স্বস্তি দেবে সঞ্জীব গোয়েঙ্কাদের।
২০২২ ও ২০২৩ সালে লখনউয়ে খেললেও ২০২৪ সালে আবেশকে কিনেছিল রাজস্থান রয়্যালস। এবারের নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় রাজস্থান। নিলামে ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় আবেশকে আবার কেনে লখনউ। এখন দেখার মাঠে ফিরে আবেশ কেমন বল করেন।

     

বিজ্ঞাপন

Goto Top