• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দুবাইয়ে আজ ভারত-পাক মহারণ

বিরাট বনাম বাবর যুদ্ধে শেষ হাসি হাসবে কে?

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

২৪ অক্টোবর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। এবার ক্রিকেট প্রেমীদের সেই অপেক্ষা এসে পৌঁছেছে একেবারে দ্বারপ্রান্তে। আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই শুরু বহুচর্চিত ভারত-পাক মহারণ।

রবিবাসরীয় সন্ধ্যায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের বাইশ গজ সাক্ষী থাকতে চলেছে বিশ্ব ক্রিকেটের মঞ্চে অন্যতম হাইভোল্টেজ ম্যাচের। বহু দিন ধরে চলতে থাকা বাকযুদ্ধেরও অবসান হতে চলেছে ‍‘সিটি অফ গোল্ড-এ। পরিসংখ্যানগত বিচারে যতই একশো শতাংশ এগিয়ে থাকুক টিম ইন্ডিয়া, এই ম্যাচ কিন্তু ‍‘মাইন্ডগেম বলেই পরিচিত। ফলে ম্যাচের আগে কেউই ‍‘ফেভারিট তকমা নিয়ে মাঠে নামবে না।

এই লড়াইয়ের রসদে কিন্তু কোনও খামতি নেই। অফফর্মে থাকা বিরাট কোহলির সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ পাক অধিনায়ক বাবর আজম। বর্তমান সময়ে এই দুই ক্রিকেটারের মধ্যে তুলনা হয়ে আসছে। এবার বিশ্বের সামনে প্রমাণের তাগিদ থাকবে দুজনেই সমান দক্ষতাসম্পন্ন। শক্তির বিচারেও দুদল তুল্যমূল্য। বিরাটের হাতে যশপ্রীত বুমরার মতো অস্ত্র থাকলে, বাবরের কাছেও রয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ফলে রবিবাসরীয় সন্ধ্যা চলতি বিশ্বকাপের অন্যতম রোমহর্ষক ম্যাচের সাক্ষী থাকতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

     

বিজ্ঞাপন

Goto Top