• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

এক দিনের সিরিজেও নেই রোহিত

নতুন অধিনায়ক লোকেশ রাহুল।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন রোহিত শর্মা।হিটম্যানের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন লোকেশ রাহুল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে উড়ে যাওয়ার ঠিক আগে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত টেস্ট সিরিজে তিনি খেলতে পারেননি ওয়ানডে সিরিজে খেলতে পারেন কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল ক্রিকেট মহলে রোহিতের ফিটনেস রিপোর্ট হাতে পাওয়ার আশায় দুদফায় দল নির্বাচন প্রক্রিয়া পিছিয়েও দেয় বিসিসিআই বর্ষশেষের দিন বিসিসিআইয়ের  তরফে জানিয়ে দেওয়া হল, চোটের জন্য রোহিত নেই তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়কত্ব করবেন লোকেশ রাহুল এই সিরিজে সহ-অধিনায়ক হিসাবে বাছা হয়েছে জশপ্রীত বুমরাহকে

     

বিজ্ঞাপন

Goto Top