বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে বোলিং ওপেন সৌরভ-আজহারের
স্পোর্টি ওয়াল্ড নিউজ ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২১
ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যানুয়াল জেনারেল মিটিং উপলক্ষ্যে এই মুহূর্তে কলকাতায় হাজির বোর্ডের অনুমোদিত বিভিন্ন রাজ্য সংস্থার কর্তারা। শুক্রবার সন্ধ্যায় এই কর্তারাই খেললেন নিজেদের মধ্যে প্রীতি ম্যাচ। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল বোর্ড প্রেসিডেন্ট একাদশ বনাম বোর্ড সেক্রেটারি একাদশ। প্রথম দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় দলের অধিনায়ক জয় শাহ।
টস জিতে ব্যাট নিয়েছিলেন জয় শাহ। ১৫ ওভারে তিন উইকেট হারিয়ে তাঁরা করেন ১২৮ রান। শেষ পর্যন্ত সৌরভের দল এক রান পিছনে থেকে ম্যাচ হারে। সৌরভের দল পাঁচ উইকেটে করে ১২৭ রান।
বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে এই ম্যাচে আবার বোলিং ওপেন করলেন মহম্মদ আজহারউদ্দিন ও সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রেসিডেন্ট একাদশের হয়ে ব্যাটে ওপেন করতে নেমেছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ও বিজয় পাটিল। দু’জনে মিলে ওপেটিং জুটিতে ৫০ রানও তোলেন। কিন্তু পর পর দু’জনে রানআউট হওয়ার পরে ব্যাট করতে আসেন সৌরভ। ৩৫ রান করে তিনি যখন ক্লান্ত হয়ে অবসর নেন তখন দু’ভারে জিততে গেলে বোর্ড সভাপতি একাদশের ১৪ রান দরকার ছিল। কিন্তু তারা ১৩ রানের বেশি তুলতে পারেননি।
ছবি: সিএবি মিডিয়া