• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

তিন পয়েন্ট নিশ্চিত বাংলার

ঈশান পোড়েলের  ৪ উইকেট। 

বেঙ্গালুরুতে তিন পয়েন্ট নিশ্চিত বাংলার। রঞ্জির তৃতীয় দিনে তিন পয়েন্ট নিশ্চিত করল বাংলা। দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেছিল কর্ণাটক। তাদের প্রথম ইনিংস শেষ হল ২২১ রানে। প্রথম ইনিংসে ৮০ রানে লিড নেয় অনুষ্টুপরা। কর্ণাটকের হয়ে অভিনব মনোহর সর্বোচ্চ ৫৫ রান করেন। পাশাপাশি শ্রেয়স গোপাল করেন ২৮ রান। এদিন দুরন্ত বোলিং করেন  ঈশান পোড়েল। তিনি ৪ উইকেট দখল করেন। পাশাপাশি সুরজ ৩টি ও ঋষভ ২টি করে উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা ৩ উইকেট হারিয়ে ১২৭ রান তুলেছে। ওপেনার শুভম দে (৩০) ও সুদীপ চট্টোপাধ্যায় (৪৮) রান করেছেন। অধিনায়ক অনুষ্টুপ মাত্র ৫ রান করেছেন। সুদীপ কুমার ঘরামি ২৫ রানে অপরাজিত রয়েছেন। পাশাপাশি শাহবাজ আহমেদ ১২ রানে অপরাজিত। সব মিলিয়ে বাংলা ২০৭ রানে লিড নিয়েছে।

     

বিজ্ঞাপন

Goto Top