হতাশ বাংলা শিবির।
বাংলা ও কর্ণাটকের মধ্যে রঞ্জি ম্যাচটি ড্র হয়ে গেল। যদিও শনিবার বাংলা দল শেষ চেষ্টা করেছিল ম্যাচটি থেকে পুরো পয়েন্ট পাওয়ার জন্য। শুক্রবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা ৩ উইকেট হারিয়ে ১২৭ রান তুলেছিল লক্ষ্মীরতনের দল। এদিন ৫ উইকেটে ২৮৩ রান তুলে ডিক্লেয়ার করে বাংলা। কর্ণাটককে ৩৬৩ রানের লক্ষ্যমাত্রা দেয় তারা। যদিও শেষ পর্যন্ত ৩ উইকেটে ১১০ রান করে কর্ণাটক।
সুদীপ কুমার ঘরামি এদিন অনবদ্য শতরান করেন। ২৫ রানে অপরাজিত ছিলেন তিনি। এদিন ঘরামি ১০১ রান করেন। পাশাপাশি ভালো ব্যাটিং করেন ঋদ্ধিমান সাহা। তিনি ৬৩ রান করে অপরাজিত থাকেন। শাহবাজ আহমেদ ১২ রানে অপরাজিত ছিলেন। এদিন ১৮ রানে ফিরে যান। রান পাননি অভনীল ঘোষও (৫)। তবে ঋদ্ধিমান ও সুদীপ শক্ত হাতে ইনিংসের হাল ধরে বাংলাকে বড়ো স্কোর করতে সাহায্য করেন। যদিও শেষ পর্যন্ত পুরো পয়েন্ট পেল না বাংলা। উল্লেখ্য, কর্ণাটকের ইনিংসে ২২১ রান তুলেছিল। বাংলা প্রথম ইনিংসে করে ৩০১ রান।