দলে মহম্মদ শামি।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার নেতৃত্বে সুদীপ ঘরামি। দলের অন্যতম শক্তি মহম্মদ শামির অন্তর্ভুক্তি। রঞ্জি ট্রফিতে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার দুর্দান্ত প্রত্যাবর্তনের পর, তারকা ভারতীয় পেসার মহম্মদ শামি এবার আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে বাংলার বোলিং আক্রমণের নেতৃত্ব করবেন এবং তার সঙ্গে তরুণ ও প্রতিভাবান ব্যাটসম্যান সুদীপ কৃষ্ণ ঘরামিকে টুর্নামেন্টের অধিনায়ক করা হয়েছে বলে সোমবার ঘোষণা করা হয়েছে। সোমবার এ খবর জানিয়েছে সিএবি।
শামি সম্প্রতি সমাপ্ত রঞ্জি ট্রফি ম্যাচে মধ্যপ্রদেশের বিপক্ষে সাত উইকেট নিয়েছিলেন, টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলার সম্ভাবনাকে ব্যাপকভাবে বাড়িয়ে তুলবেন বলে আশা সিএবি কর্তাদের। বাংলা শনিবার রাজকোটে পাঞ্জাবের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে।
বাইশ গজে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন মহম্মদ শামি। প্রায় একবছর পর চোট সারিয়ে ক্রিকেট মাঠে নেমেছিলেন এই স্পিডস্টার। রঞ্জি ট্রফিতে বাংলার জার্সি গায়ে তিনি দেখিয়ে দিয়েছেন, শামি আছেন শামিতেই। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও বাংলার বড়ো ভরসা হতে চলেছে তিনি।
মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে চোটের জন্য দলে ছিলেন না ঈশান পোড়েল। তিনি ফিরেছেন মুস্তাক আলির দলে। শামির ভাই মহম্মদ কাইফকেও দলে রেখেছেন লক্ষ্মীরতন শুক্লা। তবে ঋদ্ধিমান সাহা নেই এই দলে। নেই অনুষ্টুপ মজুমদারও। অর্থাৎ কুড়ি-বিশের এই প্রতিযোগিতার জন্য কার্যত তরুণ ব্রিগেডকেই প্রাধান্য দিয়েই দল গড়েছে বাংলা।
এদিকে, অনূর্ধ্ব ২৩ সিকে নাইডু ট্রফিতে বাংলার ব্যাটাররা দুরন্ত লড়াই করে হিমাচলপ্রদেশের বিরুদ্ধে ড্র করলেন। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ১১ পয়েন্ট পেল বাংলা। এই প্রতিযোগিতায় পাঁচ ম্যাচ শেষে বাংলার পয়েন্ট ৪৭।
বাংলার দল: সুদীপ কৃষ্ণ ঘরামি (অধিনায়ক), মহম্মদ শামি, অভিষেক পোরেল (উইকেটকিপার), সুদীপ চ্যাটার্জি, শাহবাজ আহমেদ, করণ লাল, ঋত্বিক চ্যাটার্জি, ঋত্বিক রায় চৌধুরী, শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), রঞ্জোৎ সিং খাইরা, প্রয়স রায় বর্মণ, অগ্নিভ পান (উইকেটকিপার), প্রদীপ্ত প্রামানিক, সক্ষম চৌধুরী, ইশান পোরেল, মহম্মদ কাইফ, সূরজ সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, কণিষ্ক শেঠ, সৌম্যদীপ মণ্ডল।