• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

প্লেয়ার ড্রাফট বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে 

১১ জুন থেকে শুরু হবে এই টুর্নামেন্ট।

ইংল্যান্ড সফরে সুযোগ না পেলে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে খেলবেন মহম্মদ শামি। তিনি এমন ইচ্ছাপ্রকাশ করেছেন বলে জানিয়ে দিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। শামিকে নিল শ্রাচী রাঢ় টাইগার্স। সিএবির ট্যুর অ্যান্ড ফিক্সচারস কমিটির চেয়ারম্যান সঞ্জয় দাস জানালেন, ১১ জুন থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ২৮ জুন অবধি। সোমবার কলকাতার বাইপাসের ধারে এক অভিজাত হোটেলে হয়ে গেল প্লেয়ার ড্রাফট।
উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামীরা। অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার, আকাশ দীপ ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড সফরে যাবেন। ফলে তাঁদের ফ্র্যাঞ্চাইজিরা যে সমস্যার সম্মুখীন হয়েছে তা লাঘব করতে পদক্ষেপ করল সিএবি। রিটেনশন উইথ কন্ডিশনাল রিপ্লেসমেন্টের মাধ্যমে। ফলে পরিবর্ত ক্রিকেটার নিতে পারবে দলগুলি। তবে ওই তিন ক্রিকেটার যদি ইংল্যান্ড সফরের পর দেশে ফেরেন, তাঁরা খেলতে পারবেন সংশ্লিষ্ট দলগুলির হয়ে। যুধাজিৎ গুহ, রাহুল প্রসাদরাও বিসিসিআইয়ের সেন্টার ফর এক্সেলেন্সে থাকায় পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না। আপাতত শিলিগুড়ির হয়ে অনুষ্টুপ মজুমদার, মালদহের হয়ে ঈশান পোড়েল, রাঢ় টাইগার্সে রবি কুমার খেলার সুযোগ পাবেন।
৮টি দল ড্রাফটের আগে ৫ জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছিল। ৯০-এর বেশি ক্রিকেটার থাকছেন দলগুলিতে। অন্তত দুজন করে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার রাখতে হচ্ছে দলগুলিকে। প্রথম একাদশে রাখতে হবে তাঁদের একজনকে। আইপিএলের ফাঁকে এদিনের ড্রাফটের আসরে হাজির ছিলেন অভিষেক পোড়েল, মুকেশ কুমার। ড্রাফট চলাকালীন রাস ছবির টিজার প্রকাশ করা হয়। রাসের টি শার্ট প্রকাশ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

     

বিজ্ঞাপন

Goto Top