৫ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেছে কর্ণাটক।
অ্যাডডভান্টেজ বাংলা। রঞ্জির দ্বিতীয় দিনে বড় স্কোর করতে ব্যর্থ বাংলা। ৫ উইকেটে ২৪৯ রান নিয়ে বৃহস্পতিবার খেলা শুরু করে বাংলা। ঋদ্ধিমান ৬ রানে অপরাজিত ছিলেন। ৬ রানেই এদিন আউট হয়ে যান। পাশাপাশি শাহবাজ আহমেদ আর মাত্র পাঁচ রান করার পরে ৫৯ রানে আউট হয়ে যান। ৩০১ রানে প্রথম ইনিংস শেষ করে বাংলা। আমির গনি ১৮ ও সুরজ জয়সওয়াল ১৬ রান করেন।এছাড়া বাকিরা ব্যর্থ। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেছে কর্ণাটক। বাংলার বোলররা দাপট দেখিয়েছে।সুরজ ও ঋষভ ২টি করে উইকেট নিয়েছেন। পাশাপাশি একটি উইকেট নিয়েছেন ঈশান পোড়েল।