হরিয়ানার বিরুদ্ধে বোনাস পয়েন্ট পেলেন মনোজরা।
হরিয়ানাকে ইনিংস এবং ৫০ রানে হারিয়ে দিল বাংলা। বোনাস পয়েন্ট নিয়ে ম্যাচ জিতল তারা। ৬ ম্যাচে ৩২ পয়েন্ট মনোজদের। কোয়ার্টার ফাইনালে উঠতে আর কোনও বাধা রইল না তাঁদের। বাংলার ব্যাটার এবং বোলারদের দাপট দেখছে রঞ্জি। এখনও পর্যন্ত অপরাজিত তারা। ৬ ম্যাচে ৪টি জিতে নিল বাংলা।