আজ থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল। বেঙ্গালুরুতে বাংলার সামনে ঝাড়খণ্ড। সেই ম্যাচে বাংলা দলের রণনীতি নিয়ে প্রতিবেদন ক্রিকেট বিশেষজ্ঞ সুমিত গঙ্গোপাধ্যায়ের
৬ জুন, ২০২২।
সোমবার রঞ্জি কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরুতে বাংলা মুখোমুখি হতে চলেছে ঝাড়খণ্ডের। যে ম্যাচের আগে বাংলার কোচ অরুণলাল জানিয়েছেন, তাঁরা প্রচুর পরিশ্রম করেছেন। ভালো প্রস্তুতিও হয়েছে এবং নিজেদের সেরাটা দিতে সাধ্য মতো চেষ্টা করবেন। তিনি আত্মবিশ্বাসী যে দলের খেলোয়াড়রা তাঁদের পুরোটা দেবে, ভাল পারফরম্যান্স দেখাবে।
বাংলার কোচ অরুণলাল বলেন, ‘‘লাল বলের খেলার অভ্যাসে ফিরতে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলা হয়েছে এখানকার উইকেট ব্যবহার করে। সেই জন্যই দশদিন আগেই দল উপস্থিত হয়েছে বেঙ্গালুরুতে। প্রথমদিকে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় পড়তে হয়েছিল। কারণ উইকেট একদম অন্য রকম ছিল। প্রচুর বাউন্স ও ঘাস থাকায় বল সিমে পরে বাঁক নিয়েছে। এতে যদিও তাঁরা কিছু সমস্যায় পড়েননি। কিন্তু প্রস্তুতি খুবই দরকার ছিল। কারণ এই পিচ কলকাতার তুলনায় ভীষণ আলাদা।’’
অরুণলাল বলেন যে খেলার দিন সকালে মাঠে গিয়ে প্রথম একাদশ স্থির করা হবে। রবিবার তাঁরা মাঠে যাননি। কারণ যেখানে বাংলা দল থাকছে সেখান থেকে মাঠ প্র্যাকটিসের পক্ষে বেশ দূর। তাই আজকের প্র্যাকটিস তিনি 'অপশনাল' রেখেছিলেন, কারণ তাঁরা প্রায় রোজই খেলেছেন। তিনি এও জানান যে দলে তিনজন পেসার থাকবেই। চতুর্থ বোলারের জায়গায় পেসার না স্পিনার নেবেন, সেটা খেলার দিন মাঠে গিয়ে স্থির হবে।
উল্লেখ্য, রঞ্জি ট্রফির খেলায় বাংলা ও বিহারের মধ্যে ৫৯টি ম্যাচ খেলা হলেও ঝাড়খণ্ডের সঙ্গে এই প্রথম। অবশ্য বিজয় হাজারের ট্রফির খেলায় ১৩ বার ও মুস্তাক আলির খেলায় ১২ বার মুখোমুখি হয়েছে দুটি দল। বাংলা বিজয় হাজারে ট্রফির খেলায় ৯ বার ও মুস্তাক আলি ট্রফির খেলায় ৮ বার জিতেছে।
বাংলা এই নিয়ে ৩৩ বার রঞ্জি কোয়ার্টার ফাইনাল খেলছে (প্রতিবার কোয়ার্টার ফাইনাল খেলা হয় না)। যার মধ্যে সরাসরি বা প্রথম ইনিংসের ব্যবধানে এগিয়ে থেকে ১৬ জয়ী হয়েছে।
ছবি সৌজন্য: সিএবি