• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ব্যর্থ বোলিং, কেরলের বিরুদ্ধে চাপে বাংলা

ঈশান পোড়েলের  ৫ উইকেট। 

সোমবার রঞ্জির তৃতীয় দিনে কেরলের বিরুদ্ধে চালকের আসনে বসতে ব্যর্থ বাংলার বোলিং। সারাদিনে কেরলের মাত্র তিনটি উইকেট পড়ল। দ্বিতীয় দিনে ঈশান পোড়েলের  দাপট দেখা গিয়েছিল। তিন উইকেট নিয়েছিলেন তিনি। এদিনও দিনের শুরুতে দুটো উইকেট নিয়ে রঞ্জি ম্যাচ জমিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ঈশান। সোমবার সকালে মাত্র ৮৪ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল কেরলের। কিন্তু এরপর বাংলার বোলাররা নিজেদের মেলে ধরতে ব্যর্থ।
কেরলের জলজ সাক্সেনা ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। মূলত  সাক্সেনার জন্যই দিনের শেষে ৭ উইকেট হারিয়ে 267 রান তুলেছে কেরল। ম্যাচে আম্পায়ারিং নিয়ে বিরক্ত বাংলা কোচ লক্ষীরতন শুক্লা। তিনি বলেন আমরা যাবতীয় ভিডিও এবং ক্লিপিং বিসিসিআইয়ের কাছে পাঠাচ্ছি। পাশাপাশি তিনি বলেন আমরা মঙ্গলবার পজিটিভ ক্রিকেট খেলব। শেষ পর্যন্ত চেষ্টা করব ৩ পয়েন্ট পাওয়ার।

     

বিজ্ঞাপন

Goto Top