হতাশ টিম ম্যানেজমেন্ট।
যা হওয়ার ছিল সেটাই হয়েছে। কেরলের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ থেকে শেষ পর্যন্ত এক পয়েন্ট পেল বাংলা। মঙ্গলবার ৯ উইকেট হারিয়ে ৩৫৬ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে কেরল। এরপর ওই রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে ১৮১ রান তোলে বাংলা। এরপর মন্দ আলোর জন্য খেলা বন্ধ হয়ে যায়। আম্পায়াররা ৫টা ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করার পরে খেলার সমাপ্তি ঘোষণা করেন।
মঙ্গলবার সকালে ঈশান পোড়েল ফের একটি উইকেট নেন। এই ম্যাচে মোট ৬টি উইকেট দখল করেন ঈশান। ম্যাচের সেরা হয়েছেন ঈশানই। যদিও বাংলা ১ পয়েন্ট পেয়েই এই ম্যাচ শেষ করল।
এদিন রান তাড়া করতে নেমে বাংলার দুই ওপেনার শুভম দে ৬৭ ও সুদীপ চট্টোপাধ্যায় ৫৭ রান করেন। পাশাপাশি ৩১ রান করেন সুদীপ ঘরামি।
ম্যাচ বন্ধ হওয়ার সময় সুদীপ ঘরামি (৩১) ও ও অনুষ্টুপ মজুমদার (২১) অপরাজিত ছিলেন।মঙ্গলবার সকালে সাত উইকেটে ২২৩ রান হাতে খেলতে নামে কেরল। সলমন ৯৫ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে, আজহারউদ্দিন ৮৪ রান করেন। এই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট আসায় রীতিমতো হতাশ বাংলার টিম ম্যানেজমেন্ট। ম্যাচ শেষে বাংলার কোচ লক্ষ্মীরতন শুল্কা বলেন, ‘৩৫০-এর ওপর রান তাড়া করা একরকম অসম্ভব ছিল। এই ম্যাচে ঈশান পোড়েল দুর্দান্ত বল করেছে। আমাদের এখনও ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে।’