মাত্র ২২৮ রানে শেষ হয়ে গেল অনুষ্টুপ মজুমদারদের প্রথম ইনিংস।
মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জির প্রথম দিনেই ব্যাক ফুটে বাংলা। মাত্র ২২৮ রানে শেষ হয়ে গেল অনুষ্টুপ মজুমদারদের প্রথম ইনিংস।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রদেশ অধিনায়ক শুভম শর্মা। গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিল বাংলা কিন্তু এদিন প্রথম ইনিংসে ব্যর্থ লক্ষ্মীরতনের ছেলেরা। এক সময় মাত্র ৭৯ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল বাংলার। এরপর শাহবাজ আহমেদ ও অনুষ্টুপ দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। ৯২ রান করেন শাহবাজ। অধিনায়ক অনুষ্টুপ করেন ৪৪ রান। দলের অন্যতম ভরসা ঋদ্ধিমান সাহা মাত্র ১০ রান করেন। এছাড়া ওপেনার সুদীপ চট্টোপাধ্যায় ১৫ ও সুদীপ কুমার ঘরামি মাত্র দশ রান করেন। দলের লোয়ার অর্ডারও ব্যর্থ। দীর্ঘদিন পর এদিন মাঠে নামলেন বাংলা তথা ভারতীয় পেসার মহম্মদ শামি। তিনি মাত্র ২ রান করেছেন।
মধ্যপ্রদেশ ব্যাট করতে নেমে দিনের শেষে প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছে। রজত পাতিদার ৪১ ও শুভ্রাংশু সেনাপতি ৪৪ রানে অপরাজিত রয়েছেন। এখন দেখার বিষয় বৃহস্পতিবার দ্বিতীয় দিনে শমিরা ম্যাচের দখল নিতে পারেন কিনা