• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আজ কর্ণাটকের সামনে বাংলা

 গ্রুপের চতুর্থ ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট লক্ষ্য বাংলার।


বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে তাদের চতুর্থ রঞ্জি ট্রফি এলিট গ্রুপ সি ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে লড়াই করার সময় বাংলা সর্বোচ্চ পয়েন্ট অর্জনের লক্ষ্য রাখবে। 
তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বাংলা। লিগ টেবিলে তিন মাচে পাঁচ পয়েন্ট বাংলার। রঞ্জির পরের রাউন্ডে যেতে গেলে এই ম্যাচ জিততেই হবে বাংলাকে। তাই সিরিয়াস গোটা শিবির। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেছেন, ‘দল হিসাবে কর্ণাটকের বিরুদ্ধে সেরাটা উজাড় করে দেব আমরা। ছেলেরা আত্মবিশ্বাসী। আশা করছি একটা ভালো ম্যাচ হতে চলেছে।’ 
অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার ও অভিষেক পোড়েলকে ছাড়াই এই ম্যাচ খেলছে বাংলা। তবে এদের বদলে যাঁরা খেলবেন তাঁদের নিয়ে আত্মবিশ্বাসী বাংলা কোচ। পাশাপাশি বাংলা কোচ মনে করছেন যে কর্ণাটক শক্তিশালী দল হলেও তাদের হারানো সম্ভব।

 তাদের উদ্বোধনী ম্যাচ থেকে তিন পয়েন্ট অর্জনের পর, বাংলা বিহার এবং কেরালার বিরুদ্ধে তাদের পরবর্তী দুটি ম্যাচ থেকে একটি করে পয়েন্ট পেতে সক্ষম হয়েছে।  “দল হিসেবে আমরা কর্ণাটকের বিরুদ্ধে আমাদের সেরাটা দেব।  ছেলেরা আত্মবিশ্বাসী বুধবার থেকে একটি ভাল খেলা হবে,” বাংলার প্রধান কোচ লক্ষ্মী রতন শুক্লা বলেছেন।  বাংলা তাদের তিন তারকা খেলোয়াড়, অভিমন্যু ইশ্বরন, মুকেশ কুমার এবং অভিষেক পোড়েলকে ছাড়াই মাঠে নামবে এই ম্যাচে।  তাদের অনুপস্থিতিতে, এটি অন্যান্য খেলোয়াড়দের জন্য ধাপে ধাপে এবং পারফর্ম করার সুযোগ হবে।
 তবে সবার চোখ থাকবে বাংলার অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার দিকে, যিনি তার বিদায়ী মরসুমে এটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্য রাখবেন।
অভিজ্ঞ ওপেনার সুদীপ চ্যাটার্জি তার দুর্দান্ত ফর্ম ধরে রাখার লক্ষ্য রাখবেন।  ইশ্বরানের অনুপস্থিতিতে, শুভম দে কেরালার বিরুদ্ধে তার অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি করার পরে খেলার সম্ভাবনা বাড়িয়ে ফেলেছেন। বাংলা অধিনায়ক অনুস্টুপ মজুমদার আশাবাদী গোটা দল প্রত্যাবর্তন ঘটিয়ে ভাল খেলবেন।মুকেশের অনুপস্থিতিতে, দায়িত্ব থাকবে ফাস্ট বোলিং জুটি ঈশান পোরেল এবং সুরজ সিন্ধু জয়সওয়ালের উপর। সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে ঋষভ বিবেকের।
 

     

বিজ্ঞাপন

Goto Top