• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বরোদার বিরুদ্ধে রঞ্জি জয় বাংলার

সুদীপ ও মনোজ জয় এনে দিলেন বাংলাকে।

 

সত্যি এভাবেও ফিরে আসা যায়!বোলারদের দাপটে অনবদ্যভাবে ম্যাচে ফেরে বাংলা। তাতেই সরাসরি জয় তুলে নিল তারা কল্যাণীর মাঠে উইকেটে ম্যাচ জিতলেন মনোজ তিওয়ারিরা বৃহস্পতিবার দাপট দেখিয়েছিলেন মুকেশ কুমাররা শুক্রবার মনোজ এবং সুদীপ ঘরামি  জয়ের রান তুলে নিলেন এখনও পর্যন্ত বারের রঞ্জিতে অপরাজিত বাংলা প্রথম ইনিংসে পিছিয়ে গিয়েও পয়েন্ট পেয়ে গেল তারা

বরোদার বিরুদ্ধে সরাসরি জয় তুলে নিল বাংলা কল্যাণীর মাঠে উইকেটে ম্যাচ জিতলেন মনোজ তিওয়ারিরা দাপট দেখিয়েছিলেন মুকেশ কুমাররা প্রথম ইনিংসে পিছিয়ে গিয়েও পয়েন্ট পেয়ে গেল তারা। জয়ের জন্য ১৭৭

রানের লক্ষ্য ছিল ৫৩ রানে উইকেট হারিয়ে চাপ তৈরি হয়েছিল শুক্রবার মনোজ এবং সুদীপের পরীক্ষা ছিল দায়িত্ব নিয়ে দলকে জেতানোর সেই কাজটা সহজেই করে দিলেন তাঁরা মধ্যাহ্নভোজের আগেই বাকি ১২৪ রান তুলে নিলেন তাঁরা সুদীপ ৭৬ রানে অপরাজিত এবং মনোজ অপরাজিত রইলেন ৬০ রানে

     

বিজ্ঞাপন

Goto Top