• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ঈশানের ৩ উইকেট, চাপে কেরল

রঞ্জির দ্বিতীয় দিনের বাংলার বোলারদের দাপট।

বৃষ্টিকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে অবশেষে বল গড়াল কেরল বনাম বাংলার রঞ্জি ম্যাচে। ভেজা মাঠের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথম দিন খেলা হয়নি। দ্বিতীয় দিন অবশ্য দাপট দেখা গেল বাংলারই। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে কেরলের রান ৫১। ৩ উইকেট তুলে বাংলাকে আশার আলো দেখাচ্ছেন ঈশান পোড়েল।
রনজিতে বিহারের সঙ্গে বাংলার ম্যাচ ভেস্তে গিয়েছিল। সেখানে অবশ্য বাধা হয়ে দাঁড়িয়েছিল কল্যাণীর স্টেডিয়ামের জল নিকাশি ব্যবস্থা। সেই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেয়েছেন অনুষ্টুপ মজুমদাররা। রবিবার মাঠ পুরোপুরি শোকানোর পরে খেলা শুরু হয় প্রায় সাড়ে তিনটে নাগাদ।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক। বাংলার হয়ে প্রথম আঘাত আনেন ঈশান পোড়েল। কেরলের তিন উইকেট তুলে নিয়ে প্রথম দিনের শেষে বাংলাকে এগিয়ে দিয়েছেন তিনি। আরেকটা উইকেট তুলেছেন প্রদীপ্ত প্রামাণিক। কেরলের হয়ে অপরাজিত আছেন অধিনায়ক শচীন বেবি ও অক্ষয় চন্দ্রন।

রনজি ট্রফির এলিট সি গ্রুপে তৃতীয় স্থানে আছে বাংলা। ২ ম্যাচে পয়েন্ট ৪। আগের ম্যাচে মাত্র ১ পয়েন্ট আসায় এমনিতেই চাপে রয়েছে ঋদ্ধিমান সাহারা। কেরলের বিরুদ্ধেও একদিন নষ্ট হয়েছে। ফলে তৃতীয় দিনে কেরলকে দ্রুত অল আউট করে জয়ের জন্য ঝাঁপাতে হবে বাংলাকে। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লও আশাবাদী, এই ম্যাচ থেকে ভাল ফল করবে বাংলা।

     

বিজ্ঞাপন

Goto Top