দলকে নেতৃত্ব দিতে মুখিয়ে বুম বুম।
সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মার্টিতে হোয়াইটওয়াশ। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা অনুপস্থিত। বিরাট কোহলির অফ ফর্ম। দল চোট-আঘাতে জর্জরিত, প্রথম একাদশ বেছে নেওয়াটাই চ্যালেঞ্জের। এককথায় কোণঠাসা টিম ইন্ডিয়া। আর এই অবস্থায় শুক্রবার থেকে শুরু হতে চলা বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে নেতৃত্বের গুরুদায়িত্ব জসপ্রীত বুমরার কাঁধে। তবে বুমরা কিন্তু বেশ ফুরফুরে মেজাজে। তরুণদের ওপর ভরসা রাখছেন তিনি। সেই সঙ্গে অতীত ভুলে একেবারে শূন্য থেকে শুরু করতে চান বুম বুম।
প্রথম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে বুমরা বললেন, ‘ক্রিকেটের সৌন্দর্যটাই এমন। আপনি সবসময় শূন্য থেকে শুরু করতে পারেন। নিউজিল্যান্ড সিরিজ থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি। কিন্তু কোনও বোঝা বয়ে নিয়ে যেতে চাই না। ওখানে পরিস্থিতি আলাদা ছিল এখানে আলাদা।’ রোহিত শর্মা খেলা নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, সে বিষয়েও মুখ খুলেছেন বুমরা। তিনি পরিষ্কার বললেন, পারথে যে তাঁকেই নেতৃত্ব দিতে হবে, সেকথা টিম ম্যানেজমেন্ট বহু দিন আগেই জানিয়ে দিয়েছিল। মুখিয়ে রয়েছেন বুমরাও। তিনি বলেন, ‘দলকে নেতৃত্ব দিতে আমি মুখিয়ে আছি। আগেও এই কাজটা করেছি।’
বিরাটের ফর্ম নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই এই ডানহাতি পেসারের। বুমরার মতে, ‘একটা-দুটো সিরিজ খারাপ যেতেই পারে। ব্যাটার কোহলিকে নিয়ে আমার কিছুই বলার নেই। ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় ও। কোহলিকে কোনও পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। আমরা যখন এখানে প্রথমবার এসেছিলাম, তখন ওর অধীনেই আমার অভিষেক হয়েছিল। ও এমনিতেই পুরোদস্তুর পেশাদার। ও আমার কাছে একজন নেতা। দলের হয়ে অবদান রাখতে মরিয়া। কিছু বলে ওর মনোযোগে ব্যাঘাত ঘটাতে চাইছি না। তবে এবার তরুণদেরও দায়িত্ব নেওয়ার সময় এসেছে।’
অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে মহম্মদ শামির যোগ দেওয়ার জল্পনা উসকে দিলেন বুমরা স্বয়ং। তিনি বলেন, ‘মহম্মদ শামি ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। ও বল করা শুরু করেছে জানি। দলের ম্যানেজমেন্ট ওর দিকে তীক্ষ্ণ নজর রাখছে। সব ঠিকঠাক থাকলে ওকে অস্ট্রেলিয়ায় বল করতে দেখা যেতে পারে।’ প্রথম টেস্টের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে বুমরা বলেছেন, ‘এই দেশে অনেক তাড়াতাড়ি এসেছি। তাই প্রস্তুতিও ভালো হয়েছে। ওয়াকায় বেশ কিছুটা সময় কাটিয়েছি। অনেক তরুণ ক্রিকেটার প্রথমবার এখানে এসেছে। আমরা যখন প্রথম এসেছিলাম অস্ট্রেলিয়ায়, তখন ওদের থেকে কম সময় পেয়েছিলাম। তার পরেও সিরিজ জিতেছি। নিজেদের প্রতি বিশ্বাস রয়েছে। যখনই খেলতে নামি, পরিস্থিতি যাই হোক না কেন, জেতার চেষ্টা করি। আপাতত মানসিক ভাবে নিজেদের প্রস্তুত করার পালা।’