বিরাট-রোহিতের পাশে গোতি।
দামামা বেজে গিয়েছে অস্ট্রেলিয়া সিরিজের। ধাপে ধাপে ভারতীয় ক্রিকেটাররা উড়ে যাচ্ছে ক্যাঙারুদের দেশে। কিন্তু রোহিতকে নিয়ে জল্পনার শেষ নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত শর্মা কি খেলবেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে। অবশ্য শুধুমাত্র দেশের ক্রিকেট ভক্তরা নন, টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর স্বয়ং এখনও পর্যন্ত ধন্দে রয়েছে। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রোহিত না খেললে তাঁর পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা।
বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন গম্ভীর। সেখানে তিনি জানান, রোহিতকে নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। জিজি বলেন, ‘বুমরা দলের সহ-অধিনায়ক। যদি রোহিত না খেলতে পারে তা হলে পার্থে ও-ই দলকে নেতৃত্ব দেবে।’ হিটম্যানের বিষয়ে গৌতি শুধু জানিয়েছেন, সিরিজ শুরু হওয়ার আগে জানা যাবে যে রোহিত প্রথম টেস্টে খেলবেন কি না।
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি রোহিত খেলবেন না বলে শোনা গিয়েছিল। রোহিত নিজেও জানিয়েছিলেন, তিনি ওই ম্যাচের জন্য অনিশ্চিত। শোনা যাচ্ছে, দ্বিতীয়বার বাবা হতে চলেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের সময়ই তাঁর সন্তানের জন্ম হতে পারে। সেই সময় স্ত্রীর পাশে থাকার জন্যই সম্ভবত প্রথম টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবারের বৈঠকের পর রোহিত প্রথম ম্যাচ থেকেই খেলতে চান বলে শোনা গিয়েছিল। সেই সঙ্গে জানা গিয়েছিল, অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার জন্য ১০ নভেম্বর ভারতীয় দলের অনেকে রওনা দেবেন। সেই দলের সঙ্গেই রোহিত অস্ট্রেলিয়া যেতে পারেন।
রবিবার এবং সোমবার ভারতীয় দলের ভাগে ভাগে অস্ট্রেলিয়া যাওয়ার কথা। রবিবার কয়েকজন ক্রিকেটার রওনা হয়ে গিয়েছেন। বাকিরা সোমবার রওনা হবেন। রোহিত দলের সঙ্গে যাবেন না বলেই জানা গিয়েছে। বোর্ডের এক কর্তা বলেন, ‘রোহিত এখনই অস্ট্রেলিয়া যাচ্ছে না। তবে প্রথম টেস্ট খেলবে না এমন নয়। ও পরের সপ্তাহে অস্ট্রেলিয়া গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারে।’
রোহিত না খেললে বুমরা যে নেতৃত্ব দেবেন, তা খোলসা করে দিয়েছেন গম্ভীর। কিন্তু হিটম্যানের পরিবর্তে যশস্বী জসওয়ালের সঙ্গে ওপেন কে করবেন, প্রশ্ন উঠেছে তা নিয়েও। জবাবে জিজি বলেন, ‘রোহিত যদি না খেলে তাহলে টেস্ট শুরুর আগে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। লোকেশ রাহুল আছে। অভিমন্যু আছে। দু’জনের মধ্যে কেউ একজন খেলবে। আমরা সেরা একাদশ নামানোর চেষ্টা করব।’ অফ ফর্মে থাকা কেএল রাহুলের পাশে দাঁড়িয়েছেন কোচ। রাহুলের সমর্থনে গম্ভীর বলেন, ‘ও টপ অর্ডার, মিডল অর্ডার, লোয়ার অর্ডার যে কোনও জায়গায় ব্যাট করতে পারে। সাদা বলের ক্রিকেটে উইকেটরক্ষকের দায়িত্ব ও পালন করে। বিশ্বে ক’টা দেশে রাহুলের মতো একজন ক্রিকেটার আছে। ওকে আমাদের দরকার।’ অভিমন্যু ঈশ্বরণের থেকে পাল্লা ভারী যে রাহুলের, তা গম্ভীরের কথাতেই স্পষ্ট।
অস্ট্রেলিয়া সফরে হর্ষিত রানাকে ভারতীয় দলে নেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। গম্ভীরের তত্ত্বাবধানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন বলেই হর্ষিত ভারতীয় দলে জায়গা পেয়েছেন বলে মনে করা হচ্ছে। রানাকে ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া পাঠানোর কথা ছিল। কিন্তু হঠাৎ করেই তাঁকে সেই দল থেকে বাদ দিয়ে ভারত-নিউজিল্যান্ড সিরিজে নেওয়া হয়। অস্ট্রেলিয়া সিরিজের জন্য যখন রানাকে নেওয়া হবে, তখন কেন তাঁকে আগে অস্ট্রেলিয়া পাঠানো হল না, প্রশ্ন উঠেছে তা নিয়েও। গম্ভীর যদিও বলেন, ‘অসমের বিরুদ্ধে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে রানা। তাই আবার একটা প্রথম শ্রেণির ম্যাচ খেলার জন্য ওকে অস্ট্রেলিয়া পাঠানোর প্রয়োজন মনে হয়নি।’ কিন্তু অসমের বিরুদ্ধে ঘরের মাঠে খেলা আর অস্ট্রেলিয়ার মাটিতে খেলা কি সমান? সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি গম্ভীরের থেকে। তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে দলে নেওয়া প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘আমরা সেরা দলটাই বেছে নিয়েছি। সামনের দিকে এগোতে হবে। প্রয়োজনে নীতীশ ঠিক বুঝিয়ে দেবে কেন আমরা ওকে নিয়েছি।’
বিরাট কোহলি ও রোহিতের অফ ফর্ম নিয়েও মুখ খুলেছেন গৌতি। তিনি বলেন, ‘আমরা ওদের ফর্ম নিয়ে একেবারেই চিন্তা করছি না। ওরা অতীতে খুব ভালো খেলেছে। ওদের মধ্যে রান করার খিদে এখনও আছে। কয়েকটা সিরিজে রান না পেলেই রোহিত, কোহলির দিকে আঙুল তোলা যায় না। আমার বিশ্বাস ওরা দ্রুত বড়ো রানে ফিরবে।’ বিরাটের সমালোচনায় মুখর হয়েছিলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেছিলেন, পাঁচ বছরে দু’টি শতরান করেও বিরাট বলেই দলে টিকে রয়েছেন। এবার এই প্রসঙ্গে পন্টিংকে একহাত নিলেন গম্ভীর। তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিংয়ের কী কাজ? আমার মনে হয় ওর অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে চিন্তা করা উচিত। বিরাট, রোহিতকে নিয়ে তো ওর চিন্তা করার কোনও কারণই নেই।