কেপটাউন টেস্টের প্রথম দিনে পড়ল ২৩ উইকেট।
কেপটাউন টেস্টের প্রথম দিনে পড়ল ২৩ উইকেট ! যা নিয়ে হইচই ক্রিকেট মহলে। টসে জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তবে ডিন এলগারের সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে আসে প্রোটিয়া শিবিরে। মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। মহম্মদ সিরাজ নেন ৬ উইকেট। এরপর প্রোটিয়া পেসারের দাপটে ১৫৩ রানে শেষ হয়ে যায় মেন ইন ব্লুর ইনিংসও। ভারতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৬ রান করেন বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকেও আসে ৩৯ রান।
দ্বিতীয় ইনিংসেও ফের দাপট শুরু করেন ভারতীয় পেসাররা। মুকেশ কুমার দুই উইকেট তুলে নিয়ে চাপ বাড়ান প্রোটিয়া শিবিরে। দিনের শেষে তিন উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে তারা।