মিট’ হচ্ছে মুম্বইয়ে।
আইপিএল শুরুর আগে সব দলের অধিনায়কদের নিয়ে ‘ক্যাপ্টেন্স মিট’-এর প্রথা দীর্ঘ দিনের। সাধারণত যে শহরে প্রথম ম্যাচ সেখানেই এই বৈঠক হয়। তবে এবার হয়তো তাতে বদল হচ্ছে। ‘ক্যাপ্টেন্স মিট’ হচ্ছে মুম্বইয়ে। আগামী বৃহস্পতিবার তা অনুষ্ঠিত হবে।
এক ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে এই বৈঠক রাখা হয়েছে। দুপুর ১২টা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা। অধিনায়কদের পাশাপাশি ১০টি দলের ম্যানেজারদেরও হাজির থাকতে হবে। এই বিষয়ে প্রতিটি দলকে ই-মেল করে জানিয়েও দিয়েছে বোর্ড।
বিসিসিআইয়ের ক্রিকেট সেন্টারে এই বৈঠক হবে এক ঘণ্টার। আগামী আইপিএলে বাড়তি কী কী আছে এবং কী কী পরিবর্তন হচ্ছে সে সম্পর্কে অধিনায়কদের জানানো হবে। এরপর একটি বিলাসবহুল হোটেলে স্পনসরদের অনুষ্ঠান হবে। সব মিলিয়ে চার ঘণ্টার অনুষ্ঠান।
সব দলের অধিনায়কদের নিয়ে ফোটোশুটও মুম্বইয়ে হবে। তবে উদ্বোধনের দিন ‘স্পিরিট অব ক্রিকেট’ বোর্ডে সব অধিনায়ক সই করেন। সেই উপলক্ষে আগামী শুক্রবার সব দলের অধিনায়ক হাজির হতে পারেন বলে জানা গিয়েছে।
বরাবর আয়োজক শহরেই এই অনুষ্ঠান হয়। তবে এবার বোর্ড কেন কেন্দ্র বদলাল তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। নতুন কোনও চমক রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।