রাচিন রবীন্দ্রর অপরাজিত ৬৫ রান ।
মুম্বইকে ৪ উইকেটে হারিয়ে দিল চেন্নাই। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান করে সূর্যকুমার যাদবের দল। জবাবে ১৯.১ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান তুলে নেয় চেন্নাই।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে খেলার পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। তার ১১ মাস পর প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেই লজ্জার নজির গড়লেন তিনি। রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মুম্বইয়ের রোহিত। খলিল আহমেদের চতুর্থ বলেই শিভম দুবের হাতে ক্যাচ তুলে দেন। এই নিয়ে আইপিএলে ১৮ বার শূন্য রানে আউট হলেন রোহিত, যা যুগ্ম-সর্বোচ্চ। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন তিলক বর্মা। তিনি ৩১ রান করেন। এখনও আগের মতোই ক্ষিপ্রতা রয়েছে মহেন্দ্র সিং ধোনির। সূর্যকুমার যাদবকে যেভাবে ফেরালেন তাতে একটা জিনিস স্পষ্ট, ধোনি আছেন ধোনিতেই। সূর্য ২৬ বলে ২৯ রানের বেশি করতে পারেননি। নেপথ্যে ধোনি। এছাড়া দীপক চাহার ২৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে রাহুল ত্রিপাঠী ফিরে গেলেও রাচিন রবীন্দ্র অপরাজিত ৬৫, রুতুরাজ (৫৩) ভালো ব্যাটিং করে দলের জয় নিশ্চিত করেন। তবে শিভম (৯), দীপক হুডা (৩), স্যাম কারেন (৪), রবীন্দ্র জাদেজা (১৭) বড়ো রান করতে পারেননি।