২ উইকেটে জয় ধোনিদের।
মাঠ ভরছে না। কারণ, শাহরুখ খান নেই। মাঠ ভরছে না। কারণ, কেকেআর হারছে। কিন্তু বুধবার ঠিক কোন কারণে ভরল না ইডেনের গ্যালারি? উদ্দীপক হিসাবে যিনি ছিলেন, তাঁকে ঘিরে তো উত্তেজনার খামতি নেই ভারতীয় ক্রিকেটে। বিশেষ করে কলকাতায়। মহেন্দ্র সিং ধোনি। নাম তো শুনা হি হোগা...
কলকাতায় পা রেখে একদিনও অনুশীলন করেননি মাহি। দু’দিন ধরে মাহি দর্শনের নেশায় ইডেনে ছুটে আসা সমর্থকদের ফিরতে হয়েছে একরাশ হতাশা নিয়েই। তবু তিনি খেলবেন, তা জানা ছিল আগে থেকেই। তাই এদিন নন্দনকাননে উপস্থিত ক্রিকেট ভক্তদের অধিকাংশের গায়েই সাত নম্বর জার্সি। মুখে বাঁশি, যার অর্থ হুইসেল পড়ু। কিন্তু এক ঝলকে দেখলে মনে হবে, সরষের খেতে ফলন ভালো হয়নি!
টসে জিতে ব্যাটিং নেন অজিঙ্কা রাহানে। শুরু থেকে রহমানুল্লাহ গুরবাজ একটু বেশিই ছটফট করছিলেন। যার মাশুল দিতে হয় তাঁকে। ১১ রান করে গুরবাজ ফেরার পর সুনীল নারিনকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের কাজ করেন রাহানে। ১৭ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন নারিন। অঙ্গকৃশ রঘুবংশী এদিন ব্যর্থ। একই ওভারে নারিন ও রঘুবংশীর উইকেট তুলে নেন নুর আহমেদ। মণীশ পান্ডেকে এদিন সুযোগ দিয়েছিল কেকেআর। কিন্তু তাঁর ব্যাট থেকে টি-টোয়েন্টি সুলভ ইনিংস পাওয়া যায়নি। রাহানে মারমুখী হতে গিয়ে অর্ধশতরান হাতছাড়া করেন। রবীন্দ্র জাদেজাকে রিভার্স সুইপ মারতে গিয়ে জমা পড়েন ডেভন কনওয়ের হাতে। ৩৩ বলে ৪৮ রান করে যান নাইট দলনেতা।
আন্দ্রে রাসেল ক্রিজে এসে ঝড় তোলেন। কিন্তু মণীশের মন্থর ইনিংস যেন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিল নাইট শিবিরে। ২১ বলে ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন দ্রে রাস। উলটো দিকে, ‘পান্ডেজি’র যখন ২১ বলে ২২ রান, তখন ইনিংসে ছিল না কোনও বাউন্ডারি। ২২তম বলে প্রথম ওভার বাউন্ডারি হাঁকান মণীশ। রিঙ্কু সিং ছক্কা মারতে গিয়ে আউট হন। মণীশ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৮ বলে ৩৬ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে কেকেআর। চেন্নাইয়ের আফগান স্পিনার নুর আহমেদ মূল ভেঙে দেন নাইটদের ব্যাটিংকে। একাই চার উইকেট নেন তিনি।
এদিকে, আইপিএলে প্রথমবার ম্যাচ শুরুর আগে বাজল জাতীয় সঙ্গীত। এদিন ম্যাচ শুরুর আগে ভারতীয় সেনাকে বাহবা জানিয়ে জাতীয় সঙ্গীত বাজানো হল। দুই দলের ক্রিকেটারেরা মাঠে দাঁড়িয়ে সম্মান জানালেন। অন্যদিকে, এদিন দুপুরে সিএবির কাছে হুমকি মেইল আসে। মেইলে সিএবি তথা ইডেন উড়িয়ে দেওয়ার হুমকি ছিল। সিএবি প্রথমে চুপ থাকলেও, পরে লালবাজারে জানায় বিষয়টি।
জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান তুলে নেয় চেন্নাই। ব্রেভিস (৫২), দুবে (৪৫), ও ধোনি অপরাজিত ১৭ রান করে দলকে জিতিয়ে দেন।