• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

টানা চার ম্যাচে হার কেকেআরের

জয়ের হ্যাটট্রিক সিএসকের। 

ঘরের মাঠে খেলেও ভাগ্য ফিরল না কলকাতা নাইট রাইডার্সের। টানা চার ম্যাচে হেরে গেল নীতিশ রানার দল।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান তোলে চেন্নাই। অজিঙ্কা রাহানে (অপরািজত ৭১) ও ডেভন কনওয়ে ৫৬ রান করেন ধোনির দলের হয়ে। জবাবে ৮ উইকেটে ১৮৬ রান তোলে কেকেআর। ৪৯ রানে হেরে গেল রানার দল। 

     

বিজ্ঞাপন

Goto Top