জয়ের হ্যাটট্রিক সিএসকের।
ঘরের মাঠে খেলেও ভাগ্য ফিরল না কলকাতা নাইট রাইডার্সের। টানা চার ম্যাচে হেরে গেল নীতিশ রানার দল।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান তোলে চেন্নাই। অজিঙ্কা রাহানে (অপরািজত ৭১) ও ডেভন কনওয়ে ৫৬ রান করেন ধোনির দলের হয়ে। জবাবে ৮ উইকেটে ১৮৬ রান তোলে কেকেআর। ৪৯ রানে হেরে গেল রানার দল।