• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

হায়দরাবাদকে উড়িয়ে দিল চেন্নাই

অনবদ্য ইনিংস ডেভন কনওয়ের। 

ঘরের মাঠে  সানরাইজার্স হায়দরাবাদকে সাত উইকেটে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান তোলে হায়দরাবাদ। জবাবে ১৮.৪ ওভারে ৩ উইকেটে ১৩৮ রান তুলে নেয় চেন্নাই।  ডেভন কনওয়ে (অপরাজিত ৭৭) ও রুতুরাজ গায়কোয়াড় (৩৫)  ধোনির দলকে জেতাতে সাহায্য করেন। ২২ রনে৩ উইকেট দখল করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রবীন্দ্র জাদেজা। 

হায়দরাবাদকে হারিয়ে কলকাতায় পা রাখছে চেন্নাই। রবিবার কেকেআরের বিরুদ্ধে খেলবেন ধোনিরা। এই জয়ের পরে রক্তচাপ বাড়ল কলকাতার। 

                                                                             ছবি-আইপিএল

     

বিজ্ঞাপন

Goto Top