প্রথম জয় পেল সৌরভের দিল্লি।
দিল্লির মাঠে বিপর্যস্ত কেকেআরের ব্যাটিং। মুকেশ কুমারের পেসের পরে অক্ষয় কুমারের স্পিন, কোনওটাই সামলাতে পারল না নীতিশ রানার দল। হারের হ্যাটট্রিক করল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে আইপিএলে প্রথম জয় পেল দিল্লি।
প্রথমে ব্যাট করে ১২৭ রান তোলে কলকাতা। জেসন রয় (৪৩) ও আন্দ্রে রাসেল (অপরাজিত ৩৮) ছাড়া আর কোনও ব্যাটার রান পায়নি কেকেআরের। জবাবে শেষ ওভারে ৬ উইকেটে ১২৮ রান তুলে নেয় দিল্লি। অধিনায়ক ওয়ার্নার ৫৭ রান করেন।