দ্বিতীয় সারির দল নিয়ে যাচ্ছে ভারত।
ভারতীয় দলকে নিয়ে পরীক্ষা-নী্রিক্ষা চলছেই। শুধু অধিনায়ক রোহিত শর্মা নন, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, বুমরাদেরও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের দলে রাখলেন না নির্বাচকরা।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। পোর্ট অব স্পেনে হবে সেই ম্যাচগুলি। ২২ জুলাই প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৪ জুলাই। শেষ ম্যাচ ২৭ জুলাই। রোহিত, বিরাটরা না থাকায় প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে যাচ্ছে ভারত।দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। সহ-অধিনায়ক রবীন্দ্র জাদেজা। ১৬ জনের দল ঘোষণা করল ভারত।
তবে দলে ওপেনার হিসাবে দলে জায়গা পেয়েছেন শুভমন গিল, ঈশান কিশন এবং রুতুরাজ গায়কোয়াড়। দলে রয়েছেন দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার ও সঞ্জু স্যামসন।