• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অবসর নিয়ে ধোঁয়াশা রেখেই দিলেন ধোনি

আগামী বছর চেন্নাইয়ে খেলার আশা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

১৬ অক্টোবর, ২০২১

 গত বছর যে চেন্নাই সুপার কিংস কে ‍‘ড্যাডিস আর্মি’ বলা হচ্ছিল। এম এস ধোনির সেই দলই রবিবার আইপিএল ফাইনালে কেকেআরকে ২৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন। যদিও আইপিএলে চতুর্থ ট্রফি জয়ের দিনেও নিজের অবসর নিয়ে ধোঁয়াশা রেখে গেলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

 ম্যাচের পরে তাঁর কাছে উপস্থাপক জানতে চেয়েছিলেন সিএসকে দলের জন্য যে গরিমা ও ঐতিহ্য তিনি তৈরি করে দিয়ে গেলেন, তার জন্য ধোনির গর্বিত হওয়া উচিৎ। যা শুনে ধোনি তাঁর ভবিষ্যৎ সম্পর্কে হেঁয়ালি বাড়িয়ে হাসতে হাসতে তৎক্ষণাৎ বলেন, ‍‘‍‘আমি কিন্তু এখনও সিএসকে ছেড়ে যাইনি’’ তারও পরে বলেন, ‘‍‘প্রতিটি ফাইনালই আমার কাছে বিশেষ ম্যাচ। সমর্থকদেরও ধন্যবাদ দিতে হবে। দুবাই, দক্ষিণ আফ্রিকা সব জায়গাতেই ওদের সমর্থন পেয়েছি। আশা করি, আগামী বছর আইপিএল চেন্নাইয়ে খেলতে পারব।’’

ধোনির এই কথাগুলোই বলছে আগামী বছরেও তিনি সিএসকে-র হয়ে খেলতে পারেনএর আগে তিনি বলেছিলেন, চেন্নাইয়ে খেলেই অবসর নিতে চান। পরে তিনি বলেন, আগামী বছরে কোথায় খেলবেন সে ব্যাপারে নিশ্চিত নন তিনি। ফাইনালে ট্রফি জেতার পরেও সেই হেঁয়ালির মীমাংসা হল না।

     

বিজ্ঞাপন

Goto Top