• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আজ সেরা হওয়ার লড়াই ধোনি বনাম পন্থের

প্লে-অফে জায়গা পাকা সিএসকে ও দিল্লি ক্যাপিটালসের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

৪ অক্টোবর, ২০২১

 

দুটি দলই ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে প্লে-অফ। তাই আপাতদৃষ্টিতে ম্যাচটি নিয়মরক্ষার হলেও, আদতে তা নয়। কারণ, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের সামনেই লড়াইটা এবার একে অন্যকে ছাপিয়ে যাওয়ার। যুদ্ধটা সিংহাসন দখলের।

সোমবার এরকম সমীকরণকে সামনে রেখেই মুখোমুখি হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর উত্তরসূরি ঋষভ পন্থ। ১২ ম্যাচ করে খেলে দুটি দলই সমান ১৮ পয়েন্টে দাঁড়িয়ে। তবে রানেরেটের বিচারে এই মুহূর্তে শীর্ষে চেন্নাই। মরুশহরে টানা জিতে চলেছিল মাহির দল। কিন্তু শেষ ম্যাচে রুতুরাজ গায়কোয়াডের দুরন্ত শতরান সত্ত্বেও বেলাইন হয় চেন্নাই এক্সপ্রেস। রাজস্থান রয়্যালসের কাছে হার মানে তারা। তাই ধোনিদের লক্ষ্য সেই হার ভুলে আবার ঘুরে দাঁড়ানো।

তবে দিল্লি মোটেও সহজ প্রতিপক্ষ নয়। রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটিতে রয়েছেন একাধিক ম্যাচ উইনার। তবে পৃথ্বী শর অফফর্ম কিছুটা চিন্তায় রেখেছে রিকি পন্টিংয়ের শিষ্যদের। যদিও শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়াররা সেই অভাব বুঝতে দিচ্ছেন না। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টেও যথেষ্ট ভারসাম্য রয়েছে দিল্লির। বলা চলে, এবারের আইপিএলে অন্যতম শক্তিশালী দল হিসাবে নিজেদের প্রমাণ করেছে তারা।

চেন্নাই শিবিরের মাথাব্যথা তাদের মিডল অর্ডার নিয়ে। রায়না, রায়াড়ু, ধোনিরা এখনও সেভাবে নিজেদের প্রমাণ করতে পারেননি। যদিও দুই ওপেনার রুতুরাজের সঙ্গে ফাফ ডু প্লেসি দুরন্ত ফর্মে থাকায় চেন্নাইয়ের ব্যাটিংয়ের সার কঙ্কাল চেহারা ঢাকা পড়ে গিয়েছে। সেইসঙ্গে শেষ দিকে যোগ হয়েছে রবীন্দ্র জাদেজার ঝড়। তাই এদিনের লড়াইটা যে আইপিএলের অন্যতম সেরা ম্যাচ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

     

বিজ্ঞাপন

Goto Top