চমক হতে পারেন বরুণ চক্রবর্তী
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক
২৪ অক্টোবর, ২০২১
শুরুতেই কঠিন পরীক্ষা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ। বহু প্রত্যাশিত এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। ইতিমধ্যেই বাকযুদ্ধে সরগরম হয়েছে ম্যাচের আবহ। প্রতিযোগিতায় ফেভারিটের তকমা পাওয়া ভারতের কাছে এই ম্যাচটি শুধু নিজেদের প্রমাণ করার নয়, আত্মমর্যাদারও।
মরুশহরে বিশ্বকাপের শুরুতেই সোনার ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব সোনার থেকে বিন্দুমাত্র কম নয়। তাছাড়া যে হারে টিকিট বিক্রি হয়েছে, তা তো স্বর্ণসম। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজেয় ভারতের লড়াই তকমা ধরে রাখার। আর এবার সেই যুদ্ধের নেতা বিরাট কোহলি।
কেউ ভারতকে এগিয়ে রাখছেন, তো কেউ আবার পাকিস্তানকে। তবে বিশেষজ্ঞ মহলের ধারণা, স্নায়ুর চাপ যাঁরা সামলাতে পারবেন, বাজিমাত করবেন তাঁরাই। ম্যাচে নামার আগে অবশ্য বিরাটের কাছে প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে প্রথম একাদশ নির্বাচন। দুবাই দীর্ঘদিন ধরেই পাকিস্তানের হোম গ্রাউন্ড। তবে গত দুই মরসুম মরুশহরে আইপিএল হওয়ায় দুবাইয়ের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে ভারতীয় দল বেশ ভালই মানিয়ে নিয়েছে।
কী হতে পারে ভারতের প্রথম একাদশ? বেশির ভাগ ভারতীয় ক্রিকেটপ্রেমীর কাছে এটাই এখন সবথেকে বড় ধাঁধা। প্রথম প্রস্তুতি ম্যাচে ওপেন করতে নেমে নিজেদের জাত চিনিয়েছেন লোকেশ রাহুল এবং ঈশান কিশান। পরের ম্যাচে আবার রোহিত শর্মাও সফল। তাই রোহিত যে ইনিংসের সূচনা করবেন, তা একপ্রকার নিশ্চিত। হিটম্যানের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে রাহুলই। কারণ, আইপিএল এবং প্রস্তুতি ম্যাচ, দু’টিতেই সম্প্রতি দুরন্ত ছন্দে রয়েছেন এই ডান হাতি ব্যাটার। কিন্তু ওপেনিংয়ে যদি ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের দিকে ঝোঁকে ভারত, সেক্ষেত্রে ঈশানকে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
এছাড়া সূর্যকুমার যাদব হতে পারেন বিরাটের তুরুপের তাস। তবে ঈশান এবং রাহুল, দু’জনকে খেলালে, সূর্যকুমারকে বসতে হবে ডাগআউটে। অধিনায়ক বিরাট ছাড়া ব্যাটার হিসাবে মিডল অর্ডারে থাকবেন পন্থ এবং হার্দিক। পেসার হিসাবে মহম্মদ শামি এবং যসপ্রীত বুমরার জায়গা নিশ্চিত। তৃতীয় পেসার হিসাবে ভুবনেশ্বর কুমারের পরিবর্তে শার্দূলকে দেখা যেতে পারে। দুই স্পিনারের মধ্যে লড়াইয়ে এগিয়ে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। দুটি প্রস্তুতি ম্যাচেই ভালো বল করেছেন অশ্বিন। আর অতিরিক্ত ব্যাটারের কথা ভাবলে জাড্ডু অটোমেটিক চয়েজ। রাহুল চাহারের সম্ভাবনা সে ভাবে না থাকলেও, আশায় রয়েছেন বরুণ চক্রবর্তী। অনেকেই মনে করছেন, নাইটদের এই মিস্ট্রি স্পিনার বিরাটের আস্তিনের লুকানো ঘোড়া। তাই হয়তো প্রস্তুতি ম্যাচেও তাঁর বলের রহস্য সেভাবে ফাঁস হতে দেয়নি ভারতের টিম ম্যানেজমেন্ট, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।
যেহেতু প্রথম ম্যাচেই পাকিস্তান, তাই পরীক্ষা-নিরীক্ষার কোনও জায়গা নেই। রবি শাস্ত্রীও বেশ ভাল করেই জানেন, এই ম্যাচ হারলে সমালোচনার ঝড় বইবে দেশ জুড়ে। তাই সেরা একাদশ নিয়ে মাঠে নামতে বদ্ধপরিকর বিরাট। সেইসঙ্গে নিজের ব্যাটে রানের খরা কাটাতেও হয়তো এই হাইভোল্টেজ লড়াইকে বেছে নিতে পারেন ভারত অধিনায়ক।
ছবি: বিসিসিআই টুইটার