উইকেটের বাইরে থাকা বল খেলছে না ভারত
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক
২৭ ডিসেম্বর, ২০২১
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই কে এল রাহুলের শতরানের সৌজন্যে চালকের আসনে বিরাট কোহালির ভারত। প্রথম দিনের খেলার শেষে ভারতের রান ২৭২-৩। ১২২ রানে খেলছেন ওপেনার কে এল রাহুল।
প্রথম দিন খেলার শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন অর্ধশতরানকারী (৬০) অপর ভারতীয় ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। তিনি বলেন, ‘‘উইকেটে আসা বল খেলেছি। বাইরের বল ছেড়েছি। ড্রেসিংরুমে এই স্ট্র্যাটেজিই ঠিক হয়েছিল। আমরা সেটাই করেছি।’’ ময়াঙ্ক আরও বলেন, ‘‘রাহুলের শতরান আর আমাদের জুটি তৈরি করে রান এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ঠিকঠাক কাজ করায় বিপক্ষের ওপর চাপ বেড়েছে।’’
সোমবার কী হতে পারে? জানতে চাইলে ময়াঙ্ক বলেন, ‘‘আমাদের বেশি রান করে নিরাপদ জায়গায় থাকতে হবে। সোমবার প্রথম ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। এই এক ঘণ্টা সামলে দিতে পারলে দক্ষিণ আফ্রিকার উপরে আরও চাপ বাড়বে। শুরুর দিকে পিচ কিছুটা ভিজে থাকায় বল পিছলে যাচ্ছে। শুরুতে এই ব্যাপারটা সামলে দিতে পারলে, বেলার দিকে পিচের অবস্থা সহজ হয়ে আসবে।’’