হায়দরাবাদের কাছে সাত উইকেটে হার নাইট রাইডার্সের। জয়ের নায়ক রাহুল ত্রিপাঠি।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক
১৬ এপ্রিল, ২০২২
দিল্লি ম্যাচের পরে এ বার বাংলা নববর্ষের দিনে আইপিএলে ফের হারল কেকেআর। যে হারের নেপথ্য নায়ক নাইট শিবিরের প্রাক্তন ক্রিকেটার রাহুল ত্রিপাঠি। তাঁর হাতেই ব্রেবোর্ন স্টেডিয়ামের মাঠে বধ হল শাহরুখ খানের দল। ৩৭ বলে রাহুলের ৭১ রান, আর আইডেন মার্করামের নটআউট ৬৮ রানই কেকেআরকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে কেকেআর করেছিল ১৭৫-৮। জবাবে সানরাইজার্স ১৭.৫ ওভারে ১৭৬-৩ তুলে ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় সাত উইকেটে। পাওয়ার প্লে-তে হায়দরাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও কেন উইলিয়ামসনকে ফিরিয়ে ৩৯-২ করে দিয়েছিল আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্স। কিন্তু সেই জায়গা থেকে রাহুল ও মার্করামের দুরন্ত ইনিংস হায়দরাবাদের জয় নিশ্চিত করে দেয়।
কেকেআরের হয়ে ২৫ বলে ৪৯ রান করেন আন্দ্রে রাসেল। বল হাতে রাহুল ত্রিপাঠিকে ফেরানও তিনি। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় ম্যাচ জেতা হয়নি কলকাতা নাইট রাইডার্সের। পাওয়ার প্লে-তে ৩১ রানে তিন উইকেট চলে যাওয়ার পরে রাসেল ও নীতিশ রানার ব্যাটিংয়েই ২০ ওভারে কেকেআর ১৭৫-৮ করতে পেরেছে।
ছবি সৌজন্য: আইপিএল