• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

পারিবারিক কারণে হঠাৎ দেশে ফিরছেন  গম্ভীর

চিন্তায় টিম ইন্ডিয়া। 

অস্ট্রেলিয়া টেস্ট জয়ের পরদিন পারিবারিক কারণে হঠাৎ দেশে ফিরছেন কোচ গৌতম  গম্ভীর।
ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ছেড়েছেন গৌতম গম্ভীর। অনুশীলন ম্যাচ খেলতে ভারতীয় দল ক্যানবেরা যাবে। কিন্তু দলের সঙ্গে যাবেন না ভারতীয় কোচ। তিনি দেশে ফিরছেন। জানা গিয়েছে, পারিবারিক কারণে হঠাৎ দেশে ফিরতে হচ্ছে গম্ভীরকে। দ্বিতীয় টেস্টের আগে তিনি আবার অস্ট্রেলিয়া যেতে পারবেন কি না এখনও জানা যায়নি।
অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৯৫ রানে ভারত প্রথম টেস্ট জিতে নিয়েছে পারথে। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। গোলাপি বলে হবে সেই ম্যাচ। তার আগে ক্যানবেরায় অনুশীলন ম্যাচ খেলবে ভারত। বুধবার সেখানে যাবে দল। শনিবার থেকে শুরু প্রস্তুতি ম্যাচ। কিন্তু দলের সঙ্গে ক্যানবেরা যাবেন না গম্ভীর। তিনি দেশে ফিরে আসছেন। দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি প্রথম টেস্টে খেলেননি। তবে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন রোহিত। সেখানে গোলাপি বলে অনুশীলনও করছেন তিনি। রোহিতকে পারথে সাজঘরেও দেখা গিয়েছে।

     

বিজ্ঞাপন

Goto Top