• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

গাভাসকরকে বিসিসিআইয়ের উপহার বোর্ড রুম

সম্মান সানিকে। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে সম্মান দেওয়া হল সুনীল গাভাসকরকে। বৃহস্পতিবার মুম্বইয়ের বিসিসিআই সদর দফতরে একটি বোর্ড রুমের উদ্বোধন হল। বিশ্বে প্রথম ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন গাভাসকর। এদিন সেই কথা মাথায় রেখে তার একটি প্রতীকী মাইলফলকও উদ্বোধন করা হল। 
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাভাসকর। তিনিই উদ্বোধন করেছেন এই বোর্ড রুমের। বিসিসিআইয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, এর মাধ্যমে গাভাসকরের দীর্ঘ ক্রিকেট জীবনের সফল যাত্রাকে স্বীকৃতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা। বোর্ড রুমের নামকরণ করা হয়েছে ‘সুনীল গাভাসকর বোর্ড রুম’।
এমন সম্মান পেয়ে আপ্লুত গাভাসকর। তিনি বলেন, ‘মুম্বই ক্রিকেট সংস্থা আমার মা হলে বিসিসিআই বাবা। অনেক ধন্যবাদ। এমন সম্মান পেয়ে সত্যিই কৃতজ্ঞ। ভারতীয় ক্রিকেটকে অনেক ধন্যবাদ। আমি বিসিসিআইয়ের জন্য এই বয়সেও সব কিছু উজাড় করে দিতে পারি।’
বিসিসিআই অনুষ্ঠানের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে। ভারতীয় বোর্ড ক্যাপশনে লিখেছে, ‘কিংবদন্তিকে সম্মান জানাচ্ছি’। বোর্ড রুমের দেওয়াল জুড়ে শোভা পাচ্ছে গাভাসকরের খেলোয়াড়ি জীবনের নানান ফটোগ্রাফ। একটা ছবিতে তিনি সইও করেন। তাছাড়াও নিজের নামের সাদা জার্সিতে অটোগ্রাফ দিতে দেখা যায় কিংবদন্তি এই ক্রিকেটারকে। গাভাসকরকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয় বিসিসিআই কর্তাদের তরফ থেকে।
১২৫ টেস্টে ৫১-রও বেশি গড়ে ১০,১২২ রান সংগ্রহ করেছেন গাভাসকর। সেঞ্চুরি করেছেন ৩৪টি। তাঁর সর্বোচ্চ সংখ্যক টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন শচীন তেণ্ডুলকর। শ্রদ্ধাঞ্জলি হিসেবে বিসিসিআই সদর দপ্তরে একটি ‘শচীন তেণ্ডুলকর রুম’ও রয়েছে। আর এদিন গাভাসকরের নামেও বোর্ড রুমের উদ্বোধন হয়ে গেল।

     

বিজ্ঞাপন

Goto Top