লিগ টেবিলে তৃতীয় স্থানে গিলের দল।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হার্দিক পাণ্ডিয়াদের হারিয়ে লিগ টেবিলে তৃতীয়স্থানে উঠে এল গুজরাট। অন্যদিকে, পরপর দুটি ম্যাচ হেরে দশের মধ্যে নবম স্থানে জায়গা পেল মুম্বই। একদিকে সুদর্শন ঝড় তো অন্যদিকে, সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের আগুনে বোলিং। কার্যত জোড়া ফলায় ঘরের মাঠে মুম্বই বধ করল গুজরাট টাইটানস।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ৪১ বলে ৬৩ রান করেন সুদর্শন। ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেন গিল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে গুজরাটের স্কোর দাঁড়ায় ১৯৬-এ। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৬০ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। অর্থাৎ ৩৬ রানে জিতল গুজরাট। সূর্য অবশ্য ২৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেললেও তা খুব একটা কাজে আসেনি।