• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

জয় দিয়ে আইপিএল শুরু হার্দিকের গুজরাটের

৫ উইকেটে জয়।

আইপিএলের প্রথম ম্যাচেই টানটান লড়াই। শেষ হাসি হাসল গুজরাট টাইটান্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান তোলে চেন্নাই সুপার কিংস। ঝতুরাজ ৯২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মইন (২৩)।

জবাবে ১৯.২ ওভারে ৫ উইকেটে ১৮২ রান তুলে  নেয় গুজরাট। শুভমন গিল ৬৩ ও বিজয় শংকর ২৭ রান করেন। ৫ উইকেটে জয় পায় হার্দিকের দল। 

     

বিজ্ঞাপন

Goto Top