১০ উইকেটে জয়।
দিল্লির ঘরের মাঠে তাদের হারিয়ে প্রথম দল হিসাবে এ বারের আইপিএলের প্লে-অফে উঠল গুজরাত।
৬ বল বাকি থাকতে ১০ উইকেটে জিতল গুজরাত। শুভমন ও সুদর্শনের মধ্যে প্রতিযোগিতা চলছিল, কে আগে শতরান করবেন। শেষ পর্যন্ত সুদর্শনের ব্যাট থেকে এল শতরান। ৫৬ বলে ১০০ করলেন তিনি। ছক্কা মেরে পৌঁছলেন তিন অঙ্কে। তিনিও রাহুলের ঘরানার ব্যাটার। টেকনিকের উপর বেশি জোর দেন। টি-টোয়েন্টি ক্রিকেট মানেই যে শুধু জোরের খেলা নয় তা বুঝিয়ে দিচ্ছেন রাহুল, সুদর্শনেরা। ১০৮ রানে অপরাজিত থাকলেন গুজরাতের বাঁহাতি ওপেনার। অধিনায়ক শুভমন ৯৩ রানে অপরাজিত থাকলেন। মাঠে দাঁড়িয়ে হতাশ রাহুল দেখলেন দলের হার।
যদিও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ম্যাচের প্রথম পর্বে সাক্ষী হয়েছিল কেএল রাহুলের দুরন্ত ব্যাটিংয়ের। এদিন ৬০ বলে শতরান করেন তিনি। ৫৬ বলে ১১২ রানের ইনিংস সাজানো ছিল ১৪টি চার ও চারটি ছক্কায়। স্ট্রাইক রেট ১৭২.২৯। সমস্যা হল রাহুলের পাশে দাঁড়াতে পারলেন না দিল্লির কেউ। দলের অন্য যে দুই ব্যাটে রান এল তাঁরা হলেন অভিষেক পোড়েল এবং অক্ষর প্যাটেল। রান যথাক্রমে ৩০ এবং ২৫। ফলে ১৯৯ রানে থেমে যায় দিল্লির দৌড়। সবচেয়ে বড় কথা, দ্বিতীয় পর্বে ডিসির বোলারদের খুঁজেই পাওয়া গেল না।