• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আজ শুরু আইপিএল, প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাট-চেন্নাই

উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন অরিজিৎ সিং।

নিজস্ব ছন্দে ফিরছে আইপিএল। কোভিডের পরে হোম-্অ্যাওয়ে ফরম্যার্টে ফিরছে। শুক্রবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। 

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দেবেন অরিজিৎ সিং। অভিনেত্রী তামান্না ভাটিয়া ও রশ্মিকা মান্ধানারা এই অনুষ্ঠানে পারফর্ম করবেন। বহুদিন পরে মহেন্দ্র সিং  ধোনিকে ব্যাট হাতে নামতে দেখা যাবে। হয়তো এবার শেষ আইপিএল খেলবেন মাহি। এই জমজমাট অনুষ্ঠান দেখার জন্য ভর্তি হয়ে যাবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। 

     

বিজ্ঞাপন

Goto Top