সমর্থকদের কৃতজ্ঞতা জানালেন ভাজ্জি।
সব ধরণের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর হরভজন সিং।শুক্রবার সংবাদমাধ্যমে তাঁর এই সিদ্ধান্ত জানান তিনি। পাশাপাশি সমর্থকদের উদ্দেশ্যে তিনি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, "সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে। আজ আমি সেই খেলাকে বিদায় জানাচ্ছি, যেটা আমাকে জীবনে সবকিছু দিয়েছে। ২৩ বছরের দীর্ঘ এই যাত্রাকে যাঁরা মনোরম ও স্মরণীয় করে রাখতে সাহায্য করেছেন, তাঁদের সকলকে কৃতজ্ঞ জানাই। আন্তরিক ধন্যবাদ আপনাদের।" ১৯৯৮ সালে তিনি জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে অভিষেক করেন। সেই ম্যাচে তিনি দুটি উইকেট পেয়েছিলেন। এখনও পর্যন্ত দেশের হয়ে মোট ১০৩ টি টেস্ট ম্যাচ খেলে ৪১৭ টি উইকেট তুলে নিয়েছেন তিনি। ১৯৯৮ সালে সাদা বলের ক্রিকেট ফরম্যাটেও তাঁর অভিষেক হয়। ২৩৬ টি ওয়ানডে ম্যাচ খেলে তুলে নিয়েছেন ২৬৯ টি উইকেট এবং ২৮ টি টি২০ ম্যাচে তাঁর সংগ্রহ ২৫ টি উইকেট। ২০০৭(টি২০) এবং ২০১১ সালের বিশ্বকাপ জয়ের পিছনে বড় অবদান রয়েছে তাঁর। সেই সময় স্পিনার হিসাবে দলের অন্যতম ভরসা ছিলেন তিনি। এছাড়াও আইপিএলে বেশ কয়েকটি দলে খেলেছেন হরভজন। যথাক্রমে চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ১৬৩ টি আইপিএল ম্যাচে ১৫০ টি উইকেট সংগ্রহ করেছেন তিনি।