• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আইপিএলের প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন না হার্দিক

মুম্বইয়ের অধিনায়ক সূর্য! 

প্রতীক্ষিত আইপিএল শুরু হতে চলেছে ২২ মার্চ থেকে। আর ২৩ মার্চ রবিবার মাঠে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। তবে মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএলের প্রথম ম্যাচে নেতৃত্ব দিতে পারবেন না হার্দিক পান্ডিয়া। গত মরসুমে এক ম্যাচ নির্বাসিত হয়েছিলেন। তাই এই মরসুমে তাঁর প্রথম ম্যাচে খেলা হবে না। হার্দিকের অনুপস্থিতিতে মুম্বইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। বুধবার একথা জানিয়েছেন হার্দিক নিজেই।
গত বছর মন্থর ওভার রেটের কারণে এক ম্যাচ নির্বাসিত হয়েছিলেন হার্দিক। তবে মুম্বইয়ের অভিযান শেষ হয়ে যাওয়ায় সেই শাস্তি এবছর পালন করতে হবে তাঁকে। তাই প্রথম ম্যাচে খেলতে পারবেন না। আর চিপকে রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে টস করতে নামতে দেখা যাবে সূর্যকেই। কোচ মাহেলা জয়বর্ধনে জানিয়েছেন, এই ব্যাপারে বোর্ডের তরফে ইতিমধ্যেই মুম্বইকে নির্বাসনের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিন হার্দিক বলেছেন, ‘ভারতীয় দলে সূর্যই আমার টি-টোয়েন্টি অধিনায়ক। আমি না থাকলে সূর্যই মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন। এই ফরম্যাটে সেই যোগ্য ও প্রথম পছন্দ।’ শুধু সূর্যই নন, ভারতের টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক রোহিত শর্মা এবং টেস্ট দলের সম্ভাব্য অধিনায়ক জসপ্রীত বুমরাও মুম্বইয়ের হয়ে খেলেন। হার্দিক বলেছেন, ‘আমি ভাগ্যবান যে তিন জন অধিনায়ক আমার সঙ্গে রয়েছে। রোহিত, সূর্য এবং বুমরা। ওরা সব সময় আমার কাঁধে একটা হাত রাখে।’

এদিকে, ২০২৩ সাল থেকে আইপিএলে শুরু হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম। এই নিয়ম কাজে লাগিয়ে একজন অতিরিক্ত ক্রিকেটার খেলাতে পারে দলগুলি। অর্থাৎ, প্রথমে কোনও দল ব্যাট করলে পরে বল করার সময় এক ব্যাটারের বদলে এক বোলার খেলানো যায়। বিপরীত ক্ষেত্রেও একই সুবিধা পাওয়া যায়। এই নিয়মের ফলে অলরাউন্ডারদের সমস্যা হচ্ছে বলে মনে করেন রোহিত শর্মা। সেই একই সুর শোনা গিয়েছে হার্দিক পান্ডিয়ার গলাতেও। দু’জনেরই মতে, এখন বিশেষজ্ঞ অলরাউন্ডার না হলে আইপিএলে প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন।
এবারের আইপিএল শুরু হওয়ার আগে জানান গিয়েছে, আপাতত ২০২৭ সাল পর্যন্ত ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকবে। রোহিতের মতে, এই 
হার্দিকের মুখেও সেই কথাই শোনা গিয়েছে। এবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে মুম্বই। চেন্নাই ম্যাচের আগে একটি অনুষ্ঠানে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে মুখ খুলেছেন তিনি। হার্দিক বলেন, ‘এই পরিস্থিতিতে কেউ যদি বিশেষজ্ঞ অলরাউন্ডার না হয়, তা হলে তার প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন। আশা করছি সামনের দিন এই নিয়ম বদলাবে। কিন্তু যদি আপনি আরও অলরাউন্ডার তৈরি করতে চান, তা হলে দলে তাদের জন্য জায়গা করতে হবে। এই নিয়ম থাকলে তা হবে না।’ হার্দিক নিজেও অলরাউন্ডার। সেই কারণে হয়তো তিনি বুঝতে পারছেন, এই নিয়ম অলরাউন্ডারদের কতটা ক্ষতি করছে।
 

     

বিজ্ঞাপন

Goto Top