• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক

চিন্তায় টিম ম্যানেজমেন্ট। 

ইডেনে ম্যাচের আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া । নির্দিষ্ট সময়ের মধ্যে গোড়ালির চোট সারেনি ভারতীয় অলরাউন্ডারের। তাঁর পরিবর্তে দলে এলেন প্রসিদ্ধ কৃষ্ণা। 
গত ১৯ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন হার্দিক। তার পর নিউজিল্যান্ড ম্যাচেও খেলতে পারেননি। প্রথমে মনে করা হয়েছিল, সেরকম গুরুতর আঘাত পাননি হার্দিক। কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, গ্রেড ১ লিগামেন্ট ছিঁড়েছে হার্দিকের। 

     

বিজ্ঞাপন

Goto Top